দেশে স্বস্তি মিললেও মহারাষ্ট্রে ঊর্ধ্বমুখী করোনা
Connect with us

দেশের খবর

দেশে স্বস্তি মিললেও মহারাষ্ট্রে ঊর্ধ্বমুখী করোনা

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সপ্তাহের দ্বিতীয় দিনে দেশে কমল করোনায় আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩৭১৪ জন, মৃত্যু হয়েছে ৭ জনের। যা সোমবারের তুলনায় অনেকটাই কম। একদিনে করোনা ভাইরাসের কামড় সামলে সুস্থ হয়ে উঠেছেন ২৫১৩ জন। সুস্থতার হার দাঁড়াল ৯৮.৭২ শতাংশ।

এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২৬ হাজার ৯৭৬, যা ক্রমশই ঊর্ধ্বমুখী। গতকালের তুলনায় এই সংখ্যা প্রায় ১২০০ বেশি। মহামারীতে মৃত্যু হয়েছে ৫,২৪,৭০৮ জনের। সুস্থ হয়ে উঠেছেন মোট ৪,২৬,৩৩,৩৬৫ জন।

অন্যদিকে, চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে শেষ পাঁচ দিনে ৫০ শতাংশ বৃদ্ধি পেল করোনা আক্রান্তের সংখ্যা। উদ্ধব ঠাকরের রাজ্যে সোমবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,০৩৬ জন। বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে সোমবার পর্যালোচনা বৈঠকে বসে উচ্চপর্যায়ের কমিটি। তবে নতুন কোনও বিধিনিষেধ কিংবা মাস্ক বাধ্যতামূলক করার আগে পরিস্থিতির আরও পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেননা আক্রান্তের সংখ্যা বাড়লেও, হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যাটা কম।

Advertisement

এদিকে, বাংলার ২৮টি স্বাস্থ্য জেলার মধ্যে ৫টিতে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। এদের মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নন্দীগ্রাম, বসিরহাট। এদের মধ্যে বসিরহাট স্বাস্থ্য জেলায় সংক্রমণের হার সর্বাধিক। এখানে সংক্রমণের হার ১.১৬ শতাংশ।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.