ভাইরাল খবর
মারা গেল মাগাওয়া! ল্যান্ডমাইন বিস্ফোরণের হাত থেকে বহু মানুষকে রক্ষা করেছে এই ইঁদুর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ইঁদুর মানেই আতঙ্ক। গণেশ বাবাজির এই বাহনের অত্যাচার ও অনিষ্টে বাড়িতে সকলেরই প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে। কিন্তু, সব ইঁদুরই অনিষ্টকারী নয়! ইঁদুর বহু মানুষের প্রাণও বাঁচিয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার কম্বোডিয়ার মানুষকে বহুবার ল্যান্ডমাইন বিস্ফোরণের হাত থেকে রক্ষা করেছিল একটি ইঁদুর! সম্প্রতি সেই ইঁদুরটি আট বছর বয়সে মারা গেল।
সেই ইঁদুরের নাম ‘মাগাওয়া’। গত পাঁচ বছরে ‘মাগাওয়া’ একশোটিরও বেশি ল্যান্ডমাইন খুঁজেছে! আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘এপিওপিও’ এর সবথেকে সফল ইঁদুর ছিল এই মাগাওয়া। ল্যান্ড মাইন শনাক্ত করতে তাকে ব্যবহার করা হয়েছিল। কম্বোডিয়ায় সবথেকে বেশি সংখ্যক মানুষের অঙ্গহানি ঘটে বিস্ফোরণের কারণে। দেশের প্রায় ৫০ হাজারের বেশি মানুষ বিস্ফোরণের কারণে অঙ্গ হারিয়েছেন।
ল্যান্ড মাইন সনাক্ত করে মাগাওয়া মানুষকে নিরাপদে বাস করার সুযোগ করে দিয়েছিল। এই আফ্রিকান জায়ান্ট পাউচড ইঁদুরটিকে তার সাহসিকতা এবং কর্তব্যের প্রতি নিষ্ঠার জন্য ব্রিটেনের পিপলস ডিসপেনসারি ফর সিক অ্যানিমেলসের তরফ থেকে স্বর্ণপদক দিয়ে সম্মানিত করা হয়েছিল। ২০২১ সালে অবসর নিয়েছিল মাগাওয়া। এক বিবৃতিতে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, গত সপ্তাহেও ইঁদুরটি সম্পূর্ণ সুস্থ ছিল। তবে সপ্তাহের শেষের দিকে সে একটু বেশি ঘুমাতে শুরু করেছিল। খাওয়া-দাওয়ায় অনীহা দেখা দেয়। অবশেষে সে মারা যায়।