মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, উত্তেজনা এলাকায়
Connect with us

বাংলার খবর

মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, উত্তেজনা এলাকায়

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। বুধবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি (Jalpaiguri) সদর ব্লকের বিবেকানন্দ পল্লী এলাকায়। পুলিশ জানিয়েছেন, মৃত ছাত্রীর নাম মনিকা কীর্তনীয়া (১৬)। মৃত মাধ্যমিক পরীক্ষার্থী (Madhyamik Student) সদর ব্লকের ধর্মদেব হাই স্কুলের ছাত্রী ছিল।

মর্মান্তিক এই ঘটনায় মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার ভূগোল পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পর সবকিছুই স্বাভাবিক ছিল। এরপর রাতে প্রতিবেশী একজনের বাড়িতে পুজোর নিমন্ত্রণেও গিয়েছিলেন পরিবারের বাকি সদস্যরা। সে সময় বাড়িতে একাই ছিল মনিকা। নিমন্ত্রণ বাড়ি থেকে ফিরে এসেছে ঘরে মনিকার ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। এরপর তড়িঘড়ি মণিকাকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

তবে ঠিক কী কারণে ঐ ছাত্রী আত্মঘাতী হল তা এখনও জানা যায়নি। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অন্যদিকে, বিষধর চন্দ্রবোড়া সাপের কামড় খেয়েও পরীক্ষায় বসলেন পশ্চিম মেদিনীপুরের (West Minapore) গৌতম ঘোষ।

Advertisement

আরও পড়ুন: ‘মোদিকে খুশি করতে গোয়ায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী’, তোপ অধীরের

জানা গিয়েছে, সোমবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। আর প্রথম দিনেই পরীক্ষা দিতে এসে পরীক্ষাকেন্দ্রে অসুস্থ হয়ে পড়ে চন্দ্রকোণা পলাশচাবাড়ি নিগমানন্দ হাইস্কুলের ছাত্র গৌতম ঘোষ। শিক্ষকরা তাকে দেখেই বুঝতে পারেন তার কিছু একটা সমস্যা হচ্ছে। এরপর তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে।

আরও পড়ুন: ঝাড়ুতেই সাফ বিরোধিরা, পঞ্জাবে সরকার গড়ার পথে আমআদমি পার্টি

Advertisement

প্রসঙ্গত, দীর্ঘ দু’বছরের করোনা ভীতি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে জীবন। খুলে দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত স্কুল-ক্লেজ এবং বিশ্ববিদ্যালয়। সেইসঙ্গে ২০২০ সালের পর ফের ৭ মার্চ সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। ৭ মার্চ থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। কোভিড বিধি (Covid 19) মেনে সোমবার রাজ্যের (West Bengal) মোট আট হাজার ১৫৪টি পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার।