দেশের খবর
রাস্তায় দাঁড়িয়ে থাকা তেলের ট্যাঙ্কারে বিধ্বংসী আগুন, জখম ২

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গাড়িতে গ্যাস ভরার সময় বিপত্তি। ট্যাঙ্ক ফেটে বিধ্বংসী আগুনে ঝলসে গেল ২ ব্যক্তি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রায়সেন জেলায়। জানা গিয়েছে, রবিবার রাতে অল্টো ৮০০-এর একটি গাড়িতে CNG গ্যাস ভরার সময় গাড়িতে বেশি গ্যাস ভরতি হয়ে যাওয়ায় প্রবল শব্দে ট্যাঙ্কটি ফেটে যায়। ঘটনায় সেই সময় রাস্তায় থাকা দুই ব্যক্তি গুরুত্বর জখম হয়েছেন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত ওই দুই ব্যক্তির নাম ছোটু খান এবং শাহিদ খান। ঘটনায় তাঁদের মুখ ও হাত সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও জানা গিয়েছে, রবিবার রাতে মধ্যপ্রদেশের রায়সেন জেলার বেগামগঞ্জ চর বাউডি ( Begamganj’s Chor Bawadi locality) এলাকায় অল্টো ৮০০-এর একটি গাড়িতে CNG গ্যাস ভরার সময়ে অতিরিক্ত গ্যাস ভরতি করায় প্রবল বিস্ফোরণে ফেটে যায় ওই ট্যাঙ্কটি। সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন লেগে যায়। শুধু ওই গাড়িটি নয়, সেই সময় ওখানে থাকা একটি মিনি ভ্যান এবং একটি ট্রাকটরেও আগুন ধরে যায়।
আরও পড়ুন: বাড়ছে পৃথিবীর তাপমাত্রা! ভারতমহাসাগরে অশনি সংকেত , আশঙ্কার কথা শোনালেন জলবায়ু বিজ্ঞানীরা
এদিকে এই ঘটনায় কীভাবে আগুন লাগল তার প্রকৃত কারণ জানা না গেলেও গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে রাতেরবেলায় হঠাৎ করে এই বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ঘটনার জেরে কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে পড়ে ওই এলাকায়। এই বিষয়ে বেগামগঞ্জ থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের ঘটনায় ছোটু ও শাহিদ জখম হয়েছেন। সেই সময় তাঁরা গাড়িতে আগুন নেভানোর চেষ্টা করছিল বলে জানা গিয়েছে। বর্তমানে তাঁরা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ