মদন মিত্রর হুঁশিয়ারি, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কিছু হলে দিল্লিকেই দায়ী করবে বাংলার মানুষ!
Connect with us

দেশের খবর

মদন মিত্রর হুঁশিয়ারি, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কিছু হলে দিল্লিকেই দায়ী করবে বাংলার মানুষ!

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গুরুতর অসুস্থ হয়ে বৃহস্পতিবার দুপুরে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় কিংবদন্তী সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়কে। সেই খবর পেয়েই হাসপাতালে তাঁকে দেখতে ছুটে আসেন প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।

আর হাসপাতালে দাঁড়িয়েই সন্ধ্যা মুখোপাধ্যায়ের অসুস্থতা নিয়ে কেন্দ্রীয় সরকারকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন মদন মিত্র। তার দাবি, পদ্মশ্রী সম্মান দেওয়ার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে অপমানিত হয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়ে অসুস্থ হয়ে পড়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। শিল্পীর যদি কোনও ক্ষতি হয় তাহলে বাংলার মানুষ দিল্লিকেই দায়ী করবে। এবং দিল্লিকে ছেড়ে কথা বলবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন মদন মিত্র। গত মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী সম্মান দেওয়ার কথা ঘোষণা করা হয়। সরকারের এই সিদ্ধান্তে অপমানিত বোধ করে ফোনেই তিনি সেই সম্মান প্রত্যাখ্যান করেন। সেই নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তোলপাড়।

শুভাপ্রসন্ন, আবুল বাশার, কবীর সুমনের মতো বুদ্ধিজীবীরা সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী সম্মান দিয়ে অপমান করার অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় সরকারকে ধিক্কার জানান। তারপরই বুধবার বাড়িতেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয় এবং বৃহস্পতিবার সকালে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। শিল্পীকে দেখতে এসে মদন মিত্র বলেছেন, ‘আমার ওই গানটাই মনে আসছে- চম্পা চামেলী গোলাপেরই বাগে, এমনও মাধবী নিশি আসেনি তো আগে। সত্যিই বোধহয় এমন মাধবী নিশি পশ্চিমবঙ্গে আর আসবে না। এই শিল্পীকে আমাদের চোখের সামনে দেখে যেতে হলো, আমাদের জীবদ্দশায়, আমাদের এই বয়সে আমরা এত বড় একজন শিল্পীকে এইভাবে অপমানিত হতে দেখলাম। এবং ঘটনাটি ঘটল মঙ্গলবারের পরই।

Advertisement

লক্ষণীয়, এতদিন কিছু হয়নি। হঠাৎ মঙ্গলবারই ওই চরম অপমান, ঔদ্ধত্য, অহংকারের পরেই এই ঘটনা ঘটল। সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতো মানুষকে অপমান করার মতো কোনও অধিকার কেন্দ্রীয় সরকারের নেই। একজন আন্তর্জাতিক মানের শিল্পীকে তাঁর জীবনের শেষ লগ্নে সবথেকে বড় চরম আঘাত করেছে দিল্লি। এই আঘাত উনি হয়তো মেনে নিতে পারেননি। সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতো মানুষকে অপমান করার কোনও অধিকার কেন্দ্রীয় সরকারের নেই। আমি জানি না, তবে হয়তো উনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তবে বাংলার মানুষ দিল্লির এই ঔদ্ধত্যকে ক্ষমা করবে না। এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের যদি কোনও ক্ষতি হয় বাংলার মানুষ দিল্লিকেই দায়ী করবে। দিল্লিকে ছেড়ে কথা বলবে না। এই অপমান বাংলা বরদাস্ত করবে না।’

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.