বাংলার খবর
গোয়ায় ফের তৃণমূলে ধাক্কা, প্রার্থী হওয়া থেকে সরে দাঁড়ালেন লুইজিনহো ফেলেইরো

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে গোয়াতে তৃণমূলের অস্বস্তি ততই বাড়ছে। গোয়া বিধানসভা নির্বাচনের আগে বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। প্রার্থী ঘোষণার পর প্রার্থী হওয়া থেকে পিছিয়ে এলেন গোয়া তৃণমূলের প্রধান মুখ তথা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো।
তাঁকে ফাতোরদা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছিল। কিন্তু শুক্রবার তিনি তাঁর প্রার্থীপদ প্রত্যাহার করেন। লুইজিনহো ফেলেইরোর পরিবর্তে ওই কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে আইনজীবী শেইলা অলিভিয়া ভাসকে। গত সেপ্টেম্বর মাসে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন লুইজিনহো ফেলেইরো।
তারপর গোয়ায় সংগঠন বিস্তারের জন্য লুইজিনহো ফেলেইরোকে রাজ্যসভার সাংসদ করে তৃণমূল। তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেই লড়াই শুরু করে তৃণমূল। কিন্তু দেখা যাচ্ছে ভোটের দিন যত এগিয়ে আসছে তৃণমূল দলের অবস্থা ততই খারাপ হতে শুরু করেছে। একের পর এক নেতা দল ছাড়তে শুরু করবেন। এবার আরও বড় ধাক্কা খেল তৃণমূল। এতো ধাক্কার পর গোয়া বিধানসভা নির্বাচনে কেমন ফল করবে তৃণমূল, সেটা সময়েই জানা যাবে।