ঘর থেকে বেরোচ্ছিল পচাদুর্গন্ধ, পুলিশ এসে দরজা ভাঙতেই হতবাক প্রতিবেশীরা
Connect with us

দেশের খবর

ঘর থেকে বেরোচ্ছিল পচাদুর্গন্ধ, পুলিশ এসে দরজা ভাঙতেই হতবাক প্রতিবেশীরা

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মৃত মায়ের শবদেহের সঙ্গে একই ঘরে ১০ দিন ধরে বসত মেয়ের। বিষয়টি যাতে পাড়া-প্রতিবেশী কেউ জানতে না পারেন তার জন্য বাড়ি থেকে বাইরে বেরোনো বন্ধ করে দিয়েছিল সে।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউ-এর ইন্দিরা নগর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলা অন্তত ১০ দিন আগে মারা গিয়েছেন। কিন্তু মায়ের মৃত্যুর খবর আত্মীয়স্বজন-বন্ধুবান্ধবদের না জানিয়ে মায়ের সঙ্গেই একঘরে থাকছিল অঙ্কিতা দীক্ষিত নামের বছর ২৬ এর ওই তরুণী।

জানা গিয়েছে, শনিবার সকাল থেকে ইন্দিরা নগরের ওই এলাকা পচা দুর্গন্ধে ভরে গিয়েছিল। কিন্তু এই পচা গন্ধ কোথা থেকে আসছে? তার উৎস খুঁজতেই স্থানীয় বাসিন্দারা বুঝতে পারেন যে, ওই পচা গন্ধ অঙ্কিতা দীক্ষিতদের বাড়ি থেকেই আসছে। এরপরই তাঁরা পুলিশকে খবর দেন।

Advertisement

আরও পড়ুন: সংসার চালাতে করেছেন সাইকেল মেরামতের কাজ, সফল IAS অফিসারের হার না মানার গল্পকে কুর্নিশ জানাচ্ছে নেটপাড়া

ঘটনার খবর পেয়ে পুলিশ এসে সুনীতা দীক্ষিত নামের ওই মহিলার মৃতদেহ উদ্ধার করেন। পুলিশ জানিয়েছেন, মৃত ওই মহিলা Hindustan Aeronautics Limited-এর প্রাক্তন কর্মচারী ছিলেন। সূত্রের খবর, এদিন পুলিশ যখন এসে তাঁদের বাড়িতে দরজা খোলার জন্য ডাকাডাকি করতে থাকেন তখন দরজা ভিতর থেকে বন্ধ করা ছিল। অনেক ডাকাডাকি করেও কোনও সাড়া মেলেনি। এমনকি মৃতার মেয়ে ঘরের ভিতরে যাতে কেউ না আসে তার জন্য চেঁচামেচি শুরু করে দিয়েছিল।

জানা গিয়েছে, শেষপর্যন্ত পুলিশ কাঠমিস্ত্রী ডেকে এনে দরজা ভেঙে ঘরের ভিতর থেকে ওই মহিলার পচাগলা দেহ উদ্ধার করেন। পুলিশ জানিয়েছে অঙ্কিতার মানসিক অবস্থা ভালো নয়। সে পুরোপুরি সুস্থ নয়। এদিকে মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য তা হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ।

Advertisement

আরও পড়ুন: ৮০ শতাংশ পর্যন্ত ছাড়! দেখুন কি কি আছে ঝুলিতে

উল্লেখ্য, মৃত ওই মহিলা দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তিনি ডিভোর্সী ছিলেন বলে জানতে পেরেছেন পুলিশ। এতদিন ধরে তাঁর চিকিৎসার যাবতীয় খরচ বহন করছিলেন তাঁর মেয়ে অঙ্কিতা দীক্ষিত।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.