দেশে অনেকটাই কমল করোনার সংক্রমণ
Connect with us

দেশের খবর

দেশে অনেকটাই কমল করোনার সংক্রমণ

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : করোনার তৃতীয় ঢেউ থেকে স্বস্তি ফিরছে দেশে। এই কয়েকদিন আগেই একদিনে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় চার লক্ষে পৌঁছে গিয়েছিল। ঠিক তার কয়েকদিনের মধ্যে সরকারের বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে ধীরে ধীরে কমতে শুরু করেছে সংক্রমণ। ফলে সরকার একাধিক বিধি নিষেধ লাগু করতে শুরু করেছে। অনেকদিন পর স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি বাজার-হাট এবং পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরেই অনেকটাই নিম্নমুখী আক্রান্তর সংখ্যা। বৃহস্পতিবার যেখানে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩০ হাজার ৭৫৭ জন সেখানে শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৯২০ জন।

পাশাপাশি কমেছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৯২ জনের। আগেরদিন অর্থাৎ বৃহস্পতিবার মৃত্যু হয়েছিল ৫৩৮ জনের। গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা থেকে সুস্থ্য হয়ে উঠেছেন ৬৬ হাজার ২৫৪ জন। এই মুহূর্তে সারা দেশে সক্রিয় করোনা রোগী রয়েছেন ২ লক্ষ ৯২ হাজার ৯২ জন।

Advertisement