লটারি সংবাদ : এক নজরে মিলিয়ে নিন আজকের নাগাল্যান্ড লটারির ফলাফল
Connect with us

লটারি সংবাদ প্রতিদিন

লটারি সংবাদ : এক নজরে মিলিয়ে নিন আজকের নাগাল্যান্ড লটারির ফলাফল

আপনারা যারা লটারি কাটতে অভ্যস্ত তাদের জন্য নাগাল্যান্ড স্টেট ডিয়ার লটারি (Nagaland State Lottery) অত্যন্ত ভাগ্যবান বলে প্রমাণিত হয় কয়েক সময়।

Dwip Narayan Chakraborty

Published

on

লটারি সংবাদ
3.7/5 - (3 votes)

রবিবারের লটারি সংবাদ  –  আপনারা যারা লটারি কাটতে অভ্যস্ত তাদের জন্য নাগাল্যান্ড স্টেট ডিয়ার লটারি (Nagaland State Lottery) অত্যন্ত ভাগ্যবান বলে প্রমাণিত হয় কয়েক সময়। মাত্র ৬ টাকা দিয়ে টিকিট কেটে আপনারা হয়ে যেতে পারেন লাখপতি বা কোটিপতি। একটা টিকিট কাটলেই আপনারা জিততে পারেন  ১ কোটি টাকা । তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই নাগাল্যান্ড স্টেট ডিয়ার (Nagaland State Lottery) লটারির পুরস্কার এবং বিজেতার তালিকা দেখবেন খুব সহজে।

লটারির সংবাদ পেতে আমাদের তরফে একটি আলাদা পাতা তৈরি করা হয়েছে সেই পাতায় প্রতিদিনের লটারি রেজাল্টের আপডেট পাবেন, সেই পাতায় যেতে নীচের লিঙ্কে চাপুন Lottery Sangbad  অথবা, এই পোষ্টের শেষ পর্যন্ত যান তাহলেই পাবেন আজকের সারাদিনের লটারির ফলাফল ।

আজকের দিনে নাগাল্যান্ড স্টেট ডিয়ার লটারি (Nagaland State Lottery) এর ব্যাপারে জানেন না বা অবগত নয় এরকম মানুষ ভারতে এই মুহূর্তে খুবই কম। দৈনিক বহু মানুষ এই ডিয়ার লটারির (Dear Lottery Sambad) সুবাদে কোটি টাকা পর্যন্ত পুরস্কার জিতে থাকেন। ঠিক সেরকম ভাবেই আজ অর্থাৎ 22/01/2023  ঘোষিত হবে ডিয়ার লটারির এদিনের রেজাল্ট। দুপুর এক’টা, (1 PM Lottery Result) সন্ধ্যা ছ’টা (6 PM Lottery Result) এবং রাত আট’টার (8 PM Lottery Result) রেজাল্ট আমরা বেঙ্গল এক্সপ্রেস আজকের সারাদিনের প্রতিবেদনে আপনাদের জানিয়ে দেব এবং এক ক্লিকে ডাউনলোড করে নিতে পারবেন এই ফলাফল। তবে আপনাদের মানে ক্রেতাদের জানিয়ে রাখি, জনপ্রিয় (Nagaland State Lottery) নাগাল্যান্ড স্টেট ডিয়ার লটারির প্রথম পুরস্কার কিন্তু এক কোটি টাকা। অন্যদিকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম পুরস্কার হিসেবে যথাক্রমে ৯,০০০ টাকা, ৪৫০ টাকা, ২৫০ টাকা ও ১২০ টাকা জিতে নেওয়া যায়। ভাগ্যলক্ষ্মী কখন কার ঘরে আসবে তা কিন্তু বলা দায়। চেষ্টা করে গেলে হয়ত আজকে আপনিই হবেন প্রথম পুরষ্কার বিজেতা ।

Advertisement

এই প্রতিবেদনটিতে আমরা নাগাল্যান্ড রাজ্য লটারির ফলাফলের পর প্রকাশিত ফলাফল ছবি আকারে, পাবলিশ করে থাকি। আপনারা চাইলে সংশ্লিষ্ট লটারির ফলাফল দাপ্তরিক পাতায় দেখতে পারেন। তবে, পাঠকদের রেজাল্ট পেতে আমরা সামান্য আসান করতেই বেঙ্গল এক্সপ্রেস এই ফলাফলের প্রতিবেদন প্রকাশ করে । যদি আপনার সুবিধায় এই প্রতিবেদনটি আসে তাহলে উপরে অবশ্যই রেটিং দিয়ে জানাবেন। 

  • Nagaland State Lottery Sambad Today Result 01:00 PM – Download
  • Nagaland State Lottery Sambad Today Result 06:00 PM – Download
  • Nagaland State Lottery Sambad Today Result 08:00 PM – Download

লটারির সংবাদ (Lottery Sambad) ফলাফল কখন প্রকাশ হয় ?

লটারি সংবাদ (Lottery Sambad) সাধারণত দিনে তিন বার ফলাফল প্রকাশ করে যথাক্রমে - 1 PM দিনের লটারি সংবাদ, 6PM সন্ধ্যার লটারি সংবাদ, 8PM রাতের লটারি সংবাদ । এছাড়া বিভিন্ন রাজ্য তাদের অন্যান্য লটারি ফলাফল ভিন্ন সময়ে ফলাফল প্রকাশ করে।

লটারি কি ভারতে বৈধ ?

ভারতের ১৩টি রাজ্যে লটারি বৈধ, যার মধ্যে নাগাল্যান্ড, আসাম, মিজোরাম, কেরালা, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ গোয়া, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ এবং সিকিম অন্তর্ভুক্ত। পশ্চিমবঙ্গ ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় বেশি খেলোয়াড় নিয়ে গঠিত, ফলস্বরূপ, পশ্চিমবঙ্গ সর্বাধিক লটারি (Lottery Sambad) পুরস্কার জিতেছে।

লটারি খেলা কাদের দ্বারা পরিচালনা হয় ?

রাজ্য লটারির নিয়ম অনুযায়ী, প্রতিটি রাজ্যের লটারি পরিচালনা করে। যেমন নাগাল্যান্ড  রাজ্যের সংশ্লিষ্ট সরকার দ্বারা পরিচালিত হয় ।

কিভাবে লটারি সংবাদ (Lottery Results)পাবো ?

লটারি সংবাদ (Lottery Sambad) বা প্রতিদিনের লটারি খেলা যখন হয় তারপর সংশ্লিষ্ট রাজ্য লটারির অফিসিয়াল সাইটে ফলাফল লাইভ এবং PDF আকারে প্রকাশ করা হয়। সুতরাং, সংশ্লিষ্ট খেলার সময়ের পর আমাদের ওয়েব সাইট বা অফিশিয়াল  সাইট থেকে ফলাফল ডাউনলোড বা দেখতে পারেন ।

Dwip Narayan Chakraborty is Journalist & Entrepreneur also associated with the News television for 5 years. In the past he has worked with big media houses those are considered as pioneers. From on field reporting to live studio shows, he has covered all. He has special expertise over Indian politics & tech and Business..

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.