বাংলার খবর
মঙ্গলবার থেকে ৭৫ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন ও মেট্রো! আগামীকাল থেকেই মেট্রোয় ফিরছে টোকেন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মঙ্গলবার থেকে ৭৫ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন এবং মেট্রো। সোমবার নবান্ন থেকে এই কথা ঘোষণা করা হয়েছে। এতদিন রাজ্যে ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন এবং মেট্রো চলাচল করছিল। সোমবার বিকালে নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে জারি থাকা কোভিড বিধি নিষেধের ক্ষেত্রে বেশ কিছু ছাড়ের কথা ঘোষণা করেছেন।
বেশ কিছু নিয়ম শিথিল করে রাজ্যে জারি থাকা করোনার বিধি-নিষেধ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তার পরই লোকাল ট্রেন এবং মেট্রোয় যাত্রীর সংখ্যা বৃদ্ধি কথা বিজ্ঞপ্তি জারি করে নবান্নের পক্ষ থেকে জানোন হয়েছে। গত ৩ জানুয়ারির বিজ্ঞপ্তিতে নবান্ন জানিয়েছিল, করোনা পরিস্থিতিতে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন। প্রথমে শেষ ট্রেন ছাড়ার সময় সন্ধে ৭টা করা হলেও যাত্রীবিক্ষোভের ফলে তা বাড়িয়ে রাত ১০টা করা হয়। যদিও সোমবারের বিজ্ঞপ্তিতেও শেষ ট্রেনের সময় নিয়ে কোনও উচ্চবাচ্য করা হয়নি।
শুধু লোকাল এবং মেট্রোয় যাত্রীর সংখ্যা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। তবে মঙ্গলবার থেকে মেট্রো রেলে আবারও চালু হচ্ছে টোকেন পরিষেবা। সোমবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টোকেন টিকিট কাউন্টারের পাশাপাশি স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিনেও পাওয়া যাবে। টোকেন স্যানিটাইজার মেশিনের মাধ্যমে নিয়মিত স্যানিটাইজ করা হবে। যে সব মেট্রো স্টেশনে খুব বেশি ভিড় হয়, সে সব জায়গায় দু’টি করে টোকেন স্যানিটাইজিং মেশিন বসানো হয়েছে। স্যানিটাইজিং মেশিনের ভিতরে ৪ মিনিট ধরে অতি বেগুনি রশ্মির মাধ্যমে টোকেন স্যানিটাইজ হবে।