বাংলার খবর
অবৈধ টাকা পাচার, গ্রেফতার ৫

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: লাল বাতি লাগানো গাড়িতে চেপেই চলছিল অবৈধ টাকা পাচার। পিংলা পুলিশের তৎপরতায় এক বড়সড় চক্রের সন্ধান পেল পিংলা থানার পুলিশ। এই ঘটনায় ধৃত ৫। প্রায় তিন লক্ষ টাকা উদ্ধারের পাশাপাশি একটি পুলিশের স্টিকার লাগানো গাড়ি আটক করেছে পুলিশ। ধৃতদের শনিবার আদালতে তোলা হলে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
পিংলা থানার পুলিশ সূত্রের খবর, মুন্ডুমারি এলাকায় বেশ কয়েকমাস ধরেই এধরনের একটি চক্র চালাচ্ছিল ধৃতরা। তাদের সাথে আরো কেউ জড়িত কিনা তার খোঁজ শুরু করেছে পুলিশ। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ওই চক্রের হদিস করবে বলে জানা গিয়েছে। ধৃতরা হল, শচীন জানা, অভিজিৎ সিট, তাপস সিট, রাজু আলী ও সেক হাসানুল জামান।
জানা গিয়েছে, মাছের ব্যবসা থেকে আলাপ হয় শচীন, অভিজিৎ ও তাপসের। যে পরিমাণ টাকা রয়েছে তাঁর থেকে ২০ শতাংশ বেশি পাওয়ার কথা ছিল তাঁদের। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় গেলে ধৃতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশের স্টিকার ও বাতি লাগানো গাড়ি দেখে পুলিশের সন্দেহ হলে গাড়িটিকে আটকে জিজ্ঞাসাবাদ করে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।