Live Update: বিক্ষোভকারীদের শান্ত হওয়ার আহ্বান সেনা প্রধানের
Connect with us

আন্তর্জাতিক

Live Update: বিক্ষোভকারীদের শান্ত হওয়ার আহ্বান সেনা প্রধানের

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গণবিক্ষোভে ফের অগ্নিগর্ভ শ্রীলঙ্কা। রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসের দেশ থেকে পালানোর পর ফের বিক্ষোভ। অগ্নিগর্ভ শ্রীলঙ্কার পরিস্থিতি সামাল দিতে রাস্তায় নামানো হয়েছে সেনাবাহিনী। কার্ফু জারি দেশের একাধিক শহরে। শ্রীলঙ্কার রাজপাটের প্রতি মুহুর্তের আপডেট জানতে চোখ রাখুন আমাদের পেজে। 

05.50PM-লঙ্কার প্রতিরক্ষা স্টাফ চিফ বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। 

05.47PM- শ্রীলঙ্কার রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি চ্যানেল রূপবাহিনীর বিল্ডিংয়ে বিক্ষোভকারীরা বিক্ষোভ শুরু করায়  সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। 

Advertisement

05.42PM- ফ্যাসিস্টরা সরকার দখলের চেষ্টা করছে: লঙ্কার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিঙ্ঘে। 

05.40PM- মালদ্বীপের ন্যাশনাল পার্টি লঙ্কার রাষ্ট্রপতির সফরের অনুমতি দেওয়ার সরকারি সিদ্ধান্তে  ‘ক্ষোভ’ প্রকাশ করেছে। 

05.10PM- মালদ্বীপে গোতাবায়া রাজাপাকসের বিরুদ্ধে শ্রীলঙ্কার বিক্ষোভ। 

Advertisement

05.07PM-স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্দেনা আজ দলের নেতাদের জরুরি বৈঠক ডেকেছেন৷ 

05.00PM- শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার সনৎ জয়জয়সূর্যর রাষ্ট্রপতিকে গদি ছাড়ার কথা বললেন।  

04.39PM-বিকেল ৫’টায় জরুরি বৈঠক ডাকলেন স্পিকার। 

Advertisement

04.06PM- শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি। 

03.57PM- বিক্রমসিঙ্ঘে বিক্ষোভকারীরা তার অফিসে প্রবেশ করার পর শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাহিনীকে নির্দেশ দেন। 

03.12PM মালদ্বীপের কর্মকর্তারা মালেতে রাজাপাকসের উপস্থিতি নিয়ে মন্তব্য করতে রাজি হননি

Advertisement

03.09PM- বিক্ষোভকারীরা কলম্বোতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয় চত্বরে ভাঙচুর করেছে

02.32PM- রাষ্ট্রপতি গোতাবায়া আজ পদত্যাগ করবেন। ২০ জুলাই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে শ্রীলঙ্কায়।

02.23PM- বিক্ষোভকারীরা পিছু হটতে রাজি না হওয়ায় কাঁদানে গ্যাস ছোঁড়া অব্যাহত রয়েছে। 

Advertisement

02.01PM- শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের সঙ্গে জনতা পুলিশের খণ্ডযুদ্ধ। বিক্ষোভকারীদের হটাতে ছোঁড়া হচ্ছে কাঁদানে গ্যাস, জলকামান।

01.55PM- অগ্নিগর্ভ কলম্বো। জারি জরুরি অবস্থা। রাজধানী কলম্বোর রাস্তা দখল নিয়েছে সে দেশের আমজনতা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত। 

01.150PM- বিক্ষোভকারীদের হটাতে টিয়ার গ্যাস ছুঁড়ছে পুলিশ। বিক্ষোভকারীদের গ্রেফতারির নির্দেশ। 

Advertisement

01.45PM- শ্রীলঙ্কার রাষ্ট্র পরিচালিত টিভি বিক্ষোভের সরাসরি সম্প্রচার বন্ধ করে দিয়েছে

01.28PM- শ্রীলঙ্কার স্পিকার ব্যাপক বিক্ষোভের মধ্যে রনিল বিক্রমাসিঙ্ঘেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ করেছেন। 

O1.29PM- বিক্ষোভকারীদের গ্রেফতারির নির্দেশ দিয়েছেন কার্যনির্বাহী রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিঙ্ঘে। 

Advertisement

O1.24PM-অগ্নিগর্ভ লঙ্কায় প্রেসিডেন্ট পদ থেকে সরাসরি ইস্তফা না দিয়েই দেশ ছেঁড়ে পালিয়েছেন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে। 

12.57PM- প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে নিরাপত্তা বাহিনী টিয়ার-গ্যাস শেল ব্যবহার করার পরে বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর দিকে ছুটতে শুরু করেন। 

12.08PM- পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করার সময় বিক্ষোভকারীরা একে অপরকে সাহায্য করে পুলিশের দিকে ছুটে যান। 

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.