আন্তর্জাতিক
করোনা আক্রান্ত লিওনেল মেসি! পিএসজি-এর আরও তিন ফুটবলার পজেটিভ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : নতুন বছরের প্রথম দিন থেকেই ফুটবল মাঠে করোনার থাবা বসানোর খবর সামনে এসেছে। ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি-এ, বুন্দেসলিগার একাধিক ফুটবলার, সাপোর্ট স্টাফ ও কোচেরা করোনায় আক্রান্ত হয়েছেন।
এবার করোনা আক্রান্ত হলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। শুধু মেসি নয়, দলের আরও তিন ফুটবলারের কোভিড রিপোর্ট পজেটিভ এসেছে বলে ফরাসি ক্লাব প্যারিস সাঁ জা-এর (পিএসজি) পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। ওই তিন ফুটবলার হলেন, জুয়ান বার্নাট, সার্জিও রিকো এবং নাথান বিতুমাজালা। ফরাসি ক্লাব সূত্রে খবর, চার ফুটবলার ছাড়াও দলের আরও এক সাপোর্ট স্টাফও করোনা আক্রান্ত হয়েছেন। তবে তাঁর নাম প্রকাশ করা হয়নি। শনিবার রাতেই মেসিদের করোনা রিপোর্ট পজেটিভ আসে। করোনা আক্রান্ত হলেও মেসি-সহ চার ফুটবলারের শারীরিক অবস্থা নিয়ে চিন্তার কোনও কারণ নেই। সকলেই স্থিতিশীল আছেন এবং নিভৃতবাসে রয়েছেন বলেই জানিয়েছে পিএসজি।
সোমবার ফ্রেঞ্চ কাপে তৃতীয় ডিভিশনের দল ভানেসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে পিএসজি-এর। তার আগেই দলের সমস্ত ফুটবলারদের আরটিপিসিআর টেস্ট করা হয়েছিল। তাতেই মেসি-সহ ৪ ফুটবলারের রিপোর্ট পজেটিভ এসেছে। এখন ওই ম্যাচ হবে কিনা তা নিশ্চিত নয়। বিদেশের সমস্ত নামজাদা ফুটবল লিগেই থাবা বসিয়েছে করোনা। ইতিমধ্যেই ইংলিশ প্রিমিয়ার লিগের ১৮টি ম্যাচ করোনার জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ সহ দলের আরও তিন ফুটবলার করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।
স্প্যানিশ ক্লাব বার্সেলোনাতেও গত ১০ দিনে ১০ ফুটবলারের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। জুভেন্তাসের জর্জিও কিয়েল্লিনিও করোনা সংক্রমিত হয়েছেন। বায়ার্ন মিউনিখের সহকারী কোচের পাশাপাশি আরও চারজন ফুটবলার মারণ ভাইরাসে আক্রান্ত। ফলে নতুন বছরের প্রথম দিনেই অনুশীলন বাতিল করে দিতে বাধ্য হয়েছে জার্মান ক্লাবটি। ফুটবল মাঠে যেভাবে করোনা থাবা বসাচ্ছে, তাতে সমস্ত লিগ সুষ্ঠুভাবে নির্দিষ্ট সময়ে শেষ হবে কিনা, তা নিয়েই আবার আশঙ্কা তৈরি হয়েছে।