বাংলার খবর
শনিবারও কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জানুয়ারির শীতের আকাশে ফের কালো মেঘের ভিড়। পৌষেও অকালবর্ষণের হাত থেকে রেহাই পেল না রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার এবং শনিবার দিনভর কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও হতে পারে বৃষ্টিপাত। হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, স্বাভাবিকের থেকে প্রায় তিন ডিগ্রি বেশি। কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি হবে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারেও বৃষ্টি হতে পারে। তবে, দুই দিনাজপুর, মালদা, কুচবিহারে শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী রবিবার থেকে ধীরে ধীরে বদলাতে শুরু করবে আবহাওয়া। শনিবার, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই।
১৬ জানুয়ারি থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। সেদিন থেকেই মোটামুটি রোদের দেখা মিলবে। আবহবিদরা বলছেন, পরপর তিনটি পশ্চিমী ঝঞ্ঝার আগমণের কারণে জাঁকিয়ে শীতের আশা নেই জানুয়ারিতেও। আগামিকাল, অর্থাৎ ১৫ জানুয়ারি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টিপাতের জেরে উত্তরের জেলাগুলিতেও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাসের তৃতীয় সপ্তাহে আবার পারদ কিছুটা নামবে। তবে, তার আগে শীত আসার কোনও সম্ভাবনা নেই।