পর্যটকদের সুবিধার জন্য বড় সিদ্ধান্ত রেলের
Connect with us

বাংলার খবর

পর্যটকদের সুবিধার জন্য বড় সিদ্ধান্ত রেলের

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে এবার লিফটের ব্যবস্থা করা হল দক্ষিণের জেলা বাঁকুড়ার অন্যতম প্রাচীন রেলস্টেশন বিষ্ণুপুরে। বিষ্ণুপুর স্টেশনের নিত্যযাত্রীরা বারবার সেখানে লিফট অথবা চলমান সিঁড়ির দাবি করে আসছিলেন। এবার সেই দাবি পূরণ হল। বহু দিনের আশা পূরণ হল। সাধারণ মানুষকে আর সিঁড়ি ভেঙে কষ্ট করে প্লাটফর্মে যেতে হবে না।

সোমবার থেকে বিষ্ণুপুর রেল স্টেশনে চালু হল লিফট। মন্দির নগরী বিষ্ণুপুরে পর্যটকদের আসার জন্য মূলত ট্রেনের উপরেই বেশি ভরসা করতে হয়। কিন্তু প্ল্যাটফর্ম থেকে বাইরে আসার জন্য ওই সিঁড়ি ভাঙাটাই মানুষের পক্ষে কষ্টকর ছিল। বিশেষ করে বয়স্ক এবং অসুস্থ মানুষদের ক্ষেত্রে ওই খাঁড়া সিঁড়ি ভাঙাটা ছিল সবচেয়ে বেশি কষ্টকর। এখন লিফট চালু হওয়াতে মানুষের সেই কষ্ট দূর হবে।

আরও পড়ুন: খাবারের লোভ দেখিয়ে নাবালিকা ছাত্রীর সঙ্গে কুকীর্তির অভিযোগ পড়শির বিরুদ্ধে

Advertisement

এদিন BJP সাংসদ সৌমিত্র খাঁ জানান, আপ ও ডাউন এর অধিকাংশ ট্রেনের স্টপেজ দেয় তা কিছুদিনের মধ্যে চালু হবে। দু’টি এসকেলেটার বা চলমান সিঁড়ি বসানো হচ্ছে। যার কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। যাত্রীদের সুবিধার্থে খুব তাড়াতাড়ি চলমান সিঁড়িও সাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হবে।

তিনি আরও বলেন ‘কোভিডের জন্য এই লিফট চালু করতে কিছুটা দেরি হয়েছে। তা না হলে আরও আগেই লিফট এবং এস্কেলেটর চালু হয়ে যেত। বাবা ষাঁড়েশ্বরের মন্দির বা জয়রামবাটিতে সারদা মায়ের মন্দিরে যেতে হলে মানুষের বিষ্ণুপুর স্টেশনকেই ভরসা করতে হয়। তাই এখন লিফট চালু হওয়ায় বয়স্কদের স্টেশনের সিঁড়ি ভাঙার কষ্ট থেকে রেহাই মিলল। এর জন্য রেলমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ’। 

আরও পড়ুন: VisvaBharati University: ছাত্রের ‘জাত’ তুলে অপমান, জেল হেপাজত অধ্যাপকের

Advertisement

সোমবার বিষ্ণুপুর রেলস্টেশনে লিফট চালুর এই  আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিআরএম মনীশ কুমার ও বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।