বাংলার খবর
দলত্যাগী অমল আচার্যকে দলে না ফেরানোর আবেদন জানিয়ে তৃণমূল সুপ্রিমোকে চিঠি উত্তর দিনাজপুরের জেলা নেতৃত্ব-সহ ৭ বিধায়কের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: একুশের বিধানসভা নির্বাচনে টিকিট না পাওয়ায় উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা ইটাহারের প্রাক্তন তৃণমূল বিধায়ক অমল আচার্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। সেই অমল আচার্য পুণরায় তৃণমূল কংগ্রেসে ফিরতে চেয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন।
অমল আচার্যকে যাতে কোনওভাবেই দলে ফেরানো না হয়, তা নিয়ে জোট বাঁধল জেলা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এবং দলের বিধায়কেরা। দলত্যাগী তৃণমূল নেতা অমল আচার্যকে দলে না নেওয়ার জন্য জেলার মন্ত্রী গোলাম রব্বানি থেকে শুরু করে দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ উত্তর দিনাজপুর জেলার ৭ তৃণমূল বিধায়কই একটি আবেদনের সই করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছেন। তৃণমূল বিধায়ক থেকে জেলার শীর্ষ নেতৃত্বের দাবি, বিধানসভা নির্বাচনের প্রাক মূহুর্তে অমল আচার্যের মতো একজন শীর্ষ নেতা দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন।
কিন্তু দল অমল আচার্যকে ছাড়াই জেলার ৯ বিধানসভার মধ্যে সাতটিই দখল করেছে তৃণমূল কংগ্রেস। পরবর্তীতে ২ বিজেপি বিধায়কও যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসে। ইটাহারের বিধায়ক মুশারফ হোসেন বলেছেন, ‘অমল আচার্য একজন বহুরূপী। তিনি রাজ্য শীর্ষ নেতৃত্বের হাতপায়ে ধরে দলে যোগদান করলে জেলায় এসে গোষ্ঠীদ্বন্দ্ব করবেন। তিনি জেলায় তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য বিজেপির হাত ধরে সর্বশক্তি প্রয়োগ করেছিলেন। কিন্তু মানুষ ছিল মা-মাটি-মানুষের পক্ষে, মমতা বন্দোপাধ্যায়ের পক্ষে। দুহাত তুলে ভোট দিয়ে আমাদের জিতিয়েছেন। এখন বিজেপিতে গুরুত্বহীন হয়ে পড়ায় আবারও তৃণমূল কংগ্রেসে ফেরার আবেদন করেছেন। উত্তর দিনাজপুর জেলা সভাপতি সহ জেলার সব বিধায়কই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের কাছে লিখিত আবেদন করেছেন, যেন কোনওভাবেই অমল আচার্যকে পুণরায় তৃণমূল কংগ্রেসে না নেওয়া হয়।’