বিনোদন
“এসো একসাথে বুড়িয়ে যাই- শুভ দ্বিতীয়” তবে কি বিচ্ছেদ হচ্ছে না তৃণীলের, ছবি শেয়ার করে কি বোঝাতে চাইছেন নায়িকা
তাছাড়া নায়িকা আরো বলেন যে তিনি এখন খুবই ব্যস্ত কারণ তার নতুন প্রজেক্ট বালির ঝড়ের শুটিং করতে। ওইদিকে আবার একই সঙ্গে নীলের ও একটি প্রজেক্ট চলছে যার নাম হলো বাংলা মিডিয়াম।

বেঙ্গল এক্সপ্রেস: টালিপাড়ার বিখ্যাত সেলিব্রিটি জুটি নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং তৃণা সাহা (Trina Saha)। তৃণিলের ভক্তদের তো তাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কৌতূহল রয়েছে। আর এইবার সব অনুগামীদের কৌতূহল দূর করে দিয়ে, মিডিয়াতে চলতে থাকা গুজবকে বাড়তে না দিয়ে, দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে একই সঙ্গে ছবি শেয়ার করলেন নায়িকা।
আর সেই ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন ” এসো একসাথে বুড়িয়ে যাই,শুভ দ্বিতীয়” আর এই পোস্ট দেখার পর ভক্তদের মনে বাড়তে থাকা গুজব শেষ হয়। নীল তৃণা আরো এক সংবাদ মাধ্যমে বলেছে যে, “মা-বাবার সঙ্গে একসাথে ছবি পোস্ট না করলে যদি তাকে ত্যাজ্য করলাম মনে করা হয় এবং স্বামীর সাথে ছবি শেয়ার না করলে যদি বিচ্ছেদ হয় তাহলে আপনাদের আর কিছু বলার নেই”- একটি বিয়ের বিচ্ছেদ ঘোষণা করতো ছয় মাস সময় লাগে।
কিন্তু তৃণীল তাদের ভক্তদের কৌতূহলের মধ্যে রাখতে চান নি। তাছাড়া নায়িকা আরো বলেন যে তিনি এখন খুবই ব্যস্ত কারণ তার নতুন প্রজেক্ট বালির ঝড়ের শুটিং করতে। ওইদিকে আবার একই সঙ্গে নীলের ও একটি প্রজেক্ট চলছে যার নাম হলো বাংলা মিডিয়াম।