বাংলার খবর
রাস্তায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ! আতঙ্কে লখনউয়ে কার্যত লকডাউন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: লখনউয়ের পাহাড়পুর, আদিলনগর, কল্যাণপুর এলাকায় গত রবিবার থেকে কার্যত লকডাউনের চেহারা নিয়েছে। তবে করোনার কারণে নয়। চিতাবাঘের আতঙ্কে কার্যত ঘর বন্দি হয়ে পড়েছেন এই সমস্ত এলাকার বাসিন্দারা। লখনউয়ের এই সমস্ত এলাকায় রাস্তায় গত দু’দিন ধরেই ঘুরে বেড়চ্ছে চিতাবাঘটি।
বড়দিনের রাতে সিসিটিভি ক্যামেরায় প্রথম বাঘটির ছবি ধরা পড়ে। রবিবার মঝরাতে লখনউয়ের ইন্টিগ্রাল বিশ্ববিদ্যালয়ের লেডিস হস্টেলে ঢুকে পড়ে বাঘটি। রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত ক্যাম্পাসের মধ্যেই ছিল বাঘটি। বাঘ তাড়াতে গিয়ে ১৫ জন জখম হয়েছেন বলেও জানা গিয়েছে। তারপর থেকেই লখনউয়ের পাহাড়পুর, আদিলনগর, কল্যাণপুর এলাকাতেই ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘটি। চিতাবাঘটিকে ধরতে বনকর্মীরা এলাকায় পৌঁছলেও এখনও পর্যন্ত বাঘটিকে ধরা সম্ভব হয়নি।
সব রকমভাবে চেষ্টা করলেও সব চেষ্টাই ব্যর্থ হয়। এতটাই আতঙ্ক ছড়িয়েছে যে বাঘের ভয়ে রাতে তো বটেই, সকালেও কেউ ঘর থেকে বেরোচ্ছে না। ‘বাঘ’ তাড়াতে কেউ কেউ বাড়ির ভিতরেই তারস্বরে গান বাজাচ্ছেন। কেউ আবার গলা ছেড়ে হনুমান চালিসা পাঠ করছেন। বাঘের ভয় বাড়ির বাইরে যাতে না বেরোতে হয় তার জন্য অনেকেই আগামী কয়েকদিনের জন্য খাবারদাবার সহ সমস্ত রসদ মজুত করে রাখছেন বাড়িতে। ফলে বাঘের আতঙ্কে মাটি হয়ে গিয়েছে সমস্তরকম সেলিব্রেশন।