বাংলার খবর
স্কুল ব্যাগ থেকে উদ্ধার চিতা বাঘের চামড়া! ধৃত ২

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: স্কুল ব্যাগ খুলতেই বেরিয়ে পড়ল বিরল প্রজাতির চিতা বাঘের চামড়া! নেপালে পাচারের আগেই উদ্ধার চিতাবাঘের চামড়া। বাঘের চামড়া কেনাবেচা চক্র এবং চক্রের সঙ্গে জড়িত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বোলাকোবা রেঞ্জের সঞ্জয় দত্তের কাছে শনিবার সকাল আটটা নাগাদ গোপন সূত্র মারফত খবর আসে যে, দার্জিলিং থেকে তিনজন চিতাবাঘের চামড়া নিয়ে পাচারের উদ্দেশে নেপাল যাচ্ছে। খবর পেয়ে বিভিন্ন জায়গায় চেকিং শুরু করে বৈকন্ঠপুর বনবিভাগের বেলাবোবা রেঞ্জের বনকর্মীরা। বন দফতরের কর্মীরদের কাছে আগে থেকেই পাচারকারীদের গাড়ির নম্বর ছিল। জলপাই মোড়ে ওই গাড়িটিকে আটকায় বন দফতরের কর্মীরা। ডুয়ার্সের বৈকুণ্ঠপুর বন দফতরের কর্মীরা পুলিশে খবর দেন।
পুলিশ গাড়িতে থাকা দুই ব্যক্তিকে জেরা শুরু করে। এরপর গাড়ি থেকে একটি স্কুল ব্যাগ উদ্ধার হয়। ওই ব্যাগ খুলতেই ভিতর থেকে বেরিয়ে আসে চিতা বাঘের চামড়া। সুযোগ বুঝে এক পাচারকারী গাড়ি নিয়ে পালিয়ে যায়। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন, শেরিং তামাং এবং পাসাং তামাং। দু’জনেই দার্জিলিঙের বাসিন্দা। পুলিশি জেরায় ধৃতরা স্বীকার করেছেন, তাঁরা চামড়ার চোরা কারবারের সঙ্গে যুক্ত। এই চিতা বাঘটি রিজার্ভ ফরেস্টে মেরেছিল তাঁরা। এরসঙ্গে আর কোন কোন চক্র জড়িত আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।