বালিগঞ্জে দ্বিতীয় স্থানে বামেরা, স্বামী ফুয়াদকে টেক্কা দিলেন সায়রা হালিম!
Connect with us

মহানগর

বালিগঞ্জে দ্বিতীয় স্থানে বামেরা, স্বামী ফুয়াদকে টেক্কা দিলেন সায়রা হালিম!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : সম্ভাবনাই সত্যি হয়েছে। বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ২০ হাজার ২২৮ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। তবে বালিগঞ্জ বিধানসভা নির্বাচনের ফলাফলে বেশকিছু তাৎপর্যপূর্ণ বিষয়ও রয়েছে। প্রথমত বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিআইএম। এছাড়া বালিগঞ্জ বিধানসভার অন্তর্গত কলকাতা পুরসভার ৬৪ এবং ৬৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের থেকেও বেশি ভোট পেয়েছে বামেরা। এরমধ্যে ৬৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

গত কলকাতা পুরসভা নির্বাচনে এই দু’টি ওয়ার্ডেই জয়ী হয়েছিল তৃণমূল। আরও একটি ঘটনা হল, স্বামী ডঃ ফুয়াদ হালিমকে টেক্কা দিলেন তাঁরই স্ত্রী সায়রা শাহ হালিম। ২০২১ এর বিধানসভা নির্বাচনে বালিগঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ফুয়াদ হাকিমকে প্রার্থী করেছিল সিপিএম। এবারের উপনির্বাচনে তাঁর জায়গায় বামেরা প্রার্থী করেছিল তাঁর স্ত্রী সায়রা শাহ হালিমকে। শনিবার ফলাফল বেরোনোর পর দেখা গেল ফুয়াদ হালিমের থেকে অনেকটাই ভোট বেশি পেলেন সায়রা। একুশের নির্বাচনে ফুয়াদ হালিম পেয়েছিলেন মাত্র ৮ হাজার ৪৭৪ ভোট। ৫.৬১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থান পেয়েছিল সিপিএম। সেখানে উপনির্বাচনে সায়রা পেয়েছেন ৩০ হাজার ৯৭১ ভোট। ৩০.৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিআইএম।

আরও পড়ুন – ৬৪ নম্বর এবং ৬৫ নম্বর ওয়ার্ডে পরাজিত তৃণমূল, পরাজিত হওয়ার কারণ খতিয়ে দেখতে হবে জানালেন তৃণমূলের বিধায়ক

Advertisement

বালিগঞ্জের এই ফলাফল বামেদের বাড়তি অক্সিজেন জোগাবে এবং আগামী দিনের লড়াই আন্দোলনে অনুপ্রাণিত করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। গতবারের তুলনায় এবার তৃণমূলের প্রাপ্ত ভোটের শতাংশও অনেকটাই কমেছে। একুশের ভোটে ৭০.৬০ শতাংশ ভোট পেয়েছিলেন তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। সেখানে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় পেয়েছেন ৪১.৬৯ শতাংশ ভোট। যদিও গতবার ভোট পড়েছিল ৬৪ শতাংশ। সেখানে এবার ভোট পড়েছে মাত্র ৪১ শতাংশের একটু বেশি। বরাবরই বালিগঞ্জ তৃণমূলের শক্ত ঘাঁটি হওয়ায় বাবুলের জয় নিয়ে নিশ্চিত ছিল ঘাসফুল শিবির। মার্জিন বাড়ানোই একমাত্র চ্যালেঞ্জ ছিল তাদের কাছে। কিন্তু শনিবারের ফল বেরোনোর পর দেখা গেল শাসকদলের মার্জিন অনেকটাই কমেছে। সুব্রত মুখোপাধ্যায় জিতেছিলেন ৭৫ হাজার ৩৫৯ ভোটে। সেখানে বাবুল জিতলেন ২০ হাজার ২২৮ ভোটে। কেন মার্জিন কমল, তা দলের পক্ষ থেকে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সভাপতি তথা রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার।

আরও পড়ুন – ভ্যাপসা গরমে কাহিল অবস্থা, বৃষ্টির পূর্বাভাস নিয়ে বড় খবর শোনাল হাওয়া অফিস

পাশাপাশি একুশের ভোটে বিজেপি দ্বিতীয় স্থানে থাকলেও এবার তৃতীয় স্থানে নেমে গিয়েছে তারা। শুধু তাই নয়, বিজেপি প্রার্থী কেয়া ঘোষের জামানতও বাজেয়াপ্ত হয়েছে। গতবার সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছিল লোকনাথ চট্টোপাধ্যায়কে। ৩১ হাজার ২২৬ ভোট পেয়েছিলেন তিনি। ২০.৬৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি। সেখানে এবার বিজেপি প্রার্থী কেয়া ঘোষ পেয়েছেন ১৩ হাজার ২২০ ভোট। ১২.৮৩ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে নেমে এসেছে বিজেপি। শুধু বিজেপি নয়, কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরীরও জামানত বাজেয়াপ্ত হয়েছে। তিনি পেয়েছেন ৫ হাজার ২১৮ ভোট। ৫.০৬ শতাংশ ভোট পেরেছে কংগ্রেস। নোটায় পড়েছে ১১৯৬ ভোট।

Advertisement