রাজনীতি
ভোট শতাংশের বিচারে বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এল বামেরা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : দীর্ঘ ৩৪ বছর রাজ্য শাসন করেছিল বামফ্রন্ট। ২০১১ সালে পরিবর্তনের হাওয়ায় চূর্ণ হয়ে যায় বামফ্রন্টের দুর্গ। ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। তারপর থেকেই বামেদের ভোট নিম্নমুখী। প্রধান বিরোধীদলের মর্যাদাও হারাতে থাকে বামফ্রন্ট।
২০১৯ সালের লোকসভা ভোটে দেখা যায় বামফ্রন্টকে সরিয়ে রাজ্যে প্রধান বিরোধীদল হয়ে ওঠে বিজেপি। বামফ্রন্টের করুন অবস্থা দেখা যায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও। প্রথমবারের জন্য বিধানসভায় একটিও আসন জিততে পারেনি বামেরা। রাজ্য বিধানসভায় শূন্য হয়ে যায় বামফ্রন্ট। প্রাপ্ত ভোট শতাংশর হার নেমে আসে মাত্র ৪ শতাংশে। মনে করা হচ্ছিল রাজ্য থেকে ক্রমেই বিলুপ্তির পথে বামফ্রন্ট। কিন্তু গত উপনির্বাচনে বামেদের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত পাওয়া গিয়েছিল। নিজেদের ভোট অনেকটাই বাড়িয়ে নেয় বামেরা। তখন থেকে মনে করা হচ্ছিল ঘুরে দাঁড়াচ্ছে বামফ্রন্ট।
কলকাতা পুরনির্বাচনে তা পরিষ্কার হয়ে গেল। বামফ্রন্ট ঘুরে দাঁড়াচ্ছে। মঙ্গলবার কলকাতা পুরভোটের ফল বেরনোর পর দেখা গেল বিজেপির থেকে ভোট অনেকটাই বেশি পেয়েছে বামফ্রন্ট। বিজেপি ৩ আসন পেলেও দু’টো আসনে জিতেছে বামেরা। কিন্তু ভোট শতাংশে পদ্ম শিবিরকে টেক্কা দিয়েছে বামেরা। ১৬ টি বোরোর মধ্যে বেশিরভাগ বোরোতেই দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। ১৪৪টি আসনের মধ্যে ৬৫ আসনে দ্বিতীয় স্থান পেয়েছে বামেরা। যেখানে বিজেপি ৪৮ আসনে দ্বিতীয় স্থানে শেষ করেছে। কংগ্রেস ১৬ এবং নির্দলরা ৫ কেন্দ্রে দ্বিতীয় স্থান পেয়েছে।
বিজেপি কলকাতায় ৯ শতাংশ ভোট পেয়েছে। বামফ্রন্ট পেয়েছে ১২ শতাংশ ভোট। কলকাতার বুকে বামফ্রন্টের ভোট যে হারিয়ে যায়নি, তা গত বিধানসভা ভোটে সারা রাজ্যে ভরাডুবি হলেও কলকাতায় ১০ শতাংশ ভোট পাওয়া থেকেই বোঝা গিয়েছিল। এই দুঃসময়ে বামেদের কাছে কলকাতা পুরভোটে ভোট বাড়াটা বাড়তি অক্সিজেন যোগাবে, তাতে কোনও সন্দেহ নেই।