বঙ্গ রাজনীতিতে দ্বিতীয় স্থানে উঠে আসছে বামেরা
Connect with us

বাংলার খবর

বঙ্গ রাজনীতিতে দ্বিতীয় স্থানে উঠে আসছে বামেরা

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ :  বিধানসভা নির্বাচনে ৩৮ শতাংশ ভোট ও ৭৭টি আসন পেয়ে রাজ্যে একমাত্র বিরোধী দল হয়েছিল বিজেপি। তারপর থেকেই যেন উলাটপুরাণ। বিধানসভা উপনির্বাচন ও কলকাতা পুরসভা নির্বাচনে ভোটব্যাংকে ধস নেমেছিল বিজেপির। তখনই পিছন থেকে উঠে আসতে শুরু করেছিল বামেরা। কলকাতা পুরনিগমে বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করে তারা।

সেই ধারা বজায় রইল চার পুরনিগমের নির্বাচনেও। গত বিধানসভা নির্বাচনের তুলনায় চারটি পুরনিগমেই ভোট বাড়িয়েছে বামেরা। বিধাননগর ও চন্দননগরে বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। আসানসোল ও শিলিগুড়িতেও দ্বিতীয় স্থানের লড়াইয়ে বিজেপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বামেরা। গত বিধানসভা নির্বাচনে পুরসভা ভিত্তিক ফলাফলের ভিত্তিতে আসানসোল পুরনিগম এলাকায় ৪৬ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি। অপরদিকে, মাত্র ৫ শতাংশ ভোট এসেছিল বাম-কংগ্রেস-আইএসএফ জোটের ঝুলিতে। এবার একা লড়াই করে বামেদের ভোট বেড়ে দাঁড়িয়েছে ১১ শতাংশ। বিজেপির ভোট কমে হয়েছে ১৭ শতাংশ। একইভাবে বিধাননগর পুরনিগম এলাকায় বিজেপির ভোট গত বিধানসভা নির্বাচনের তুলনায় ৪১.৯১ শতাংশ থেকে কমে ৮.৩৭ শতাংশে ঠেকেছে। বামেদের ভোট ৬ শতাংশ থেকে বেড়ে পৌঁছেছে ১০.৭৬ শতাংশে। শিলিগুড়ি পুরনিগম এলাকায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ৪৮ শতাংশ ভোট।

এবার তা কমে দাঁড়িয়েছে ২৩ শতাংশে। বামেদের ভোট সেখানে ১২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৮.২৮ শতাংশ। বামেদের পক্ষে সবচেয়ে উল্লেখযোগ্য ফলাফল হয়েছে চন্দননগরে। গত বিধানসভা নির্বাচনের নিরিখে সেখানে তাদের প্রাপ্ত ভোট ছিল ৭ শতাংশ। এই পুর নির্বাচনে তারা সেখানে পেয়েছে ২৭.৩৬ শতাংশ ভোট। বিজেপির ভোট ৩২ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৯.৮ শতাংশে। আসন সংখ্যার নিরিখেও বড়সড় বদল ঘটেছে এই চার পুরনিগমে। গত বিধানসভা নির্বাচনেও শিলিগুড়ি পুরনিগম এলাকায় ৩৬টি ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি। এবার তারা মাত্র ৫টি ওয়ার্ড জিততে পেরেছে। অপরদিকে, বামেরা মাত্র একটি ওয়ার্ডে এগিয়েছিল। এবার তারা ৪টি ওয়ার্ডে জিতেছে।

Advertisement

আসানসোল পুরনিগম এলাকায় বিধানসভা নির্বাচনের নিরিখে বিজেপি এগিয়েছিল ৬২টি আসনে। এবার তারা মাত্র ৭টি আসন জিতেছে। ৫৩টি আসনে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। অপরদিকে, বামেরা একটি ওয়ার্ডেও বিধানসভা নির্বাচনের নিরিখে এগিয়ে না থাকলেও এবার দুটি ওয়ার্ডে জিতেছে তারা। ৩৩টি ওয়ার্ডে দ্বিতীয় স্থান পেয়েছে বামেরা। বিধাননগর ও চন্দননগরেও বিধানসভা নির্বাচনের নিরিখে বামেদের এগিয়ে থাকা ওয়ার্ডের সংখ্যা ছিল শূন্য। এবার বিধাননগরে খাতা খুলতে না পারলেও বামেরা চন্দননগরে একটি আসন জিতেছে। ২৮টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। অপরদিকে, দু’টি পুরনিগমেই খাতা খুলতে ব্যর্থ হয়েছে গেরুয়া শিবির।

Continue Reading
Advertisement