বাংলার খবর
বাম প্রার্থী সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে ভাঙচুর! অভিযোগের তীর শাসকদলের দিকে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: তারকেশ্বর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাম-কংগ্রেস জোট প্রার্থীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এবারের পৌর ভোটে রেড ভলেন্টিয়ার সৌরভ গঙ্গোপাধ্যায়কে আট নম্বর ওয়ার্ডে প্রার্থী করেছে বাম-কংগ্রেস জোট নেতৃত্ব।
সৌরভ ও তাঁর পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাতে তৃণমূল আশ্রিত এক দল দুষ্কৃতী তাঁদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং প্রার্থীপদ তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। সৌরভ ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এই হামলা চালানো হয় বলে অভিযোগ। রাতেই পুলিশে খবর দেওয়া হলে ঘটনা স্থলে যায় তারকেশ্বর থানার পুলিশ। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বিদায়ী চেয়ারম্যান তথা ওই ওয়ার্ডের প্রার্থী স্বপন সামন্ত।তিনি জানান, ‘প্রতিবেশীর সঙ্গে কোনও অশান্তির কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। প্রশাসনের কাছে জানাবো ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও কর্মী-সমর্থক জড়িত নয়।’