ভাইরাল
মুম্বই উপকূলে লঞ্চডুবি: এখনও পর্যন্ত ২০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে
প্রায় ৮০ জন যাত্রী নিয়ে মুম্বই উপকূলে ডুবে গেল একটি লঞ্চ। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে ‘গেটওয়ে অফ ইন্ডিয়া’ (Gateway Of India Mumbai) থেকে ‘এলিফ্যান্টা গুহা’র (Elephanta Caves) দিকে যাত্রা শুরু করেছিল লঞ্চটি।
বেঙ্গল এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক : প্রায় ৮০ জন যাত্রী নিয়ে মুম্বই উপকূলে ডুবে গেল একটি লঞ্চ। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে ‘গেটওয়ে অফ ইন্ডিয়া’ (Gateway Of India Mumbai) থেকে ‘এলিফ্যান্টা গুহা’র (Elephanta Caves) দিকে যাত্রা শুরু করেছিল লঞ্চটি। তবে রওনা হওয়ার কিছুক্ষণ পরেই ইউরান এলাকায় ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এখনও পর্যন্ত ১ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং ২০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ রয়েছে আরও অন্তত ৩৪ জন যাত্রী। তাদের খোঁজে চলছে জোর তল্লাশি অভিযান। ডুবে যাওয়া লঞ্চটির নাম ‘নীলকমল’।
দুর্ঘটনার পরপরই স্থানীয় মৎস্যজীবীরা তাদের নৌকা নিয়ে উদ্ধারকাজ শুরু করেন। এর কিছুক্ষণের মধ্যেই ত্রাণ কার্যক্রমে যোগ দেয় ভারতীয় উপকূল রক্ষী বাহিনী এবং নৌবাহিনী। এছাড়া ইয়েলোগেট থানার পুলিশও সক্রিয়ভাবে উদ্ধার তৎপরতায় অংশ নেয়। ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর জাহাজ, ‘সুভদ্র কুমার চৌহান’, প্রায় ২০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে দেখা গেছে, লাইফ জ্যাকেট পরা যাত্রীদের উদ্ধার করে কোস্টগার্ডের জাহাজে তোলা হচ্ছে।
সরকারি সূত্রে এখনও দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো প্রকাশিত হয়েছে যেখানে দাবি করা হয়েছে, একটি স্পিডবোট লঞ্চটিতে ধাক্কা মারার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। ভিডিয়োটির সত্যতা এখনও নিশ্চিত করা যায়নি।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadnavis) টুইট করে জানিয়েছেন, “এলিফ্যান্টাগামী নীলকমল লঞ্চ দুর্ঘটনার বিষয়ে অবগত হয়েছি। নৌবাহিনী, কোস্টগার্ড এবং স্থানীয় প্রশাসনকে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা আশা করছি, আরও যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হবে।