দেশের খবর
সিকিমে কর্মরত অবস্থাতেই প্রয়াত জওয়ান!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সিকিমের চিন বর্ডারে কর্মরত অবস্থায় প্রয়াত হলেন জলপাইগুড়ির এক সেনাকর্মী। মৃত ওই সেনা জওয়ানের নাম পিন্টু রায়। জলপাইগুড়ি সদর ব্লকের দেবনগর সংলগ্ন রথখোলা এলাকার বাসিন্দা ছিলেন তিনি। ২০০৮ সাল থেকে ইন্দো-তিব্বত বর্ডার পুলিশে কর্মরত ছিলেন ৩৫ বছরের পিন্টু।
তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা সঠিকভাবে জানতে পারেননি পরিবারের সদস্যরা। প্রতিবেশী প্রাক্তন সেনাবাহিনীর কর্মী মৃত্যুঞ্জয় কর জানিয়েছেন, গত এক বছর ধরে ছুটি পাননি পিন্টু। ছুটি নিয়ে রবিবারই তাঁর বাড়িতে আসার কথা ছিল। তার একদিন আগেই তাঁরা জনতে পেরেছেন পিন্টু রায় অসুস্থ হয়ে মারা গিয়েছেন।
শনিবার সকালে জাতীয় পতাকায় মোড়া তাঁর মরদেহ নিয়ে আসা হয় জলপাইগুড়ির বাড়িতে। ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। সেনাবাহিনীর পক্ষ থেকে পূর্ণ মর্যাদায় তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি এলাকার হাজারো মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা জানান। মৃত পিন্টু রায়ের ছোট ভাই বেঙ্গল পুলিশে কর্মরত রয়েছেন।