আন্তর্জাতিক
প্রয়াত ডিস্কো কিং বাপ্পি লাহিড়ী! মুম্বইয়ের হাসপাতলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি গায়ক ও সুরকার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ৯ দিন আগেই প্রয়াত হয়েছিলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। ২৪ ঘণ্টাও হয়নি প্রয়াত হয়েছেন সঙ্গীতজগতের আরেক নক্ষত্র সন্ধ্যা মুখোপাধ্যায়। আজই পূর্ণ মর্যাদায় গান স্যালুটের মাধ্যমে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। এই দুই মহান শিল্পীকে হারিয়ে যখন শোকোস্তব্ধ রাজ্য সহ গোটা দেশ, তখনই আরও এক বড় দুঃসংবাদ এল।
ভারতীয় সুরের জগতে আরও এক ইন্দ্রপতন। প্রয়াত হলেন কিংবদন্তি গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ী। মুম্বইয়ের জুহুর ক্রিটি কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। মঙ্গলবার রাত ১১টা নাগাদ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘ডিস্কো কিং’। বাপ্পি লাহিড়ী দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এবং ক্রিটি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্ম বাপ্পি লাহিড়ীর। বাবা অপরেশ লাহিড়ী ও মা বাঁশরী লাহিড়ী, দু’জনেই ছিলেন সঙ্গীতশিল্পী। বিখ্যাত গায়ক কিশোর কুমারও তাঁর আত্মীয় ছিলেন। মাত্র তিন বছর বয়সে তবলা বাজানো শেখেন। শাস্ত্রীয় সংগীতের প্রাথমিক প্রশিক্ষণ বাবা-মায়ের কাছেই। বাপ্পি লাহিড়ীর হাত ধরেই ভারতীয় সঙ্গীতের সঙ্গে প্রাশ্চাত্য সঙ্গীতের বিশেষ করে ডিস্কোর এক অদ্ভুত মেলবন্ধন ঘটেছিল। প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে তিনি সঙ্গীত জগতের সঙ্গে জড়িত ছিলেন। বলিউডের অবিসংবাদিত ‘ডিস্কো কিং’ হিসেবে পরিচিত ছিলেন তিনি। ভারতীয় সিনেমায় ডিস্কো সঙ্গীতের ব্যবহারকে জনপ্রিয় করেছিলেন। তাঁর নিজের গলাতেও অসংখ্য জনপ্রিয় এবং সুপারহিট গান রয়েছে। অসংখ্য সুপারহিট বলিউড ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন বাপ্পি লাহিড়ী।
তাঁর গায়কী এবং সুর ছিল যেমন গোটা দেশ ও বিশ্বের কাছে অহংকার, তেমনই অলংকারের জন্যও তিনি সমাদৃত ছিলেন। সর্বক্ষণ সোনার গহনা ও চশমা পরে থাকতে পছন্দ করতেন তিনি। যা একটা আলাদা স্টাইল স্টেটমেন্টে পরিণত হয়েছিল। গলায় একাধিক সোনার মোটা চেইন এবং হাতে বড় আংটি সহ প্রচুর সোনার অলঙ্কার পরাই ছিল তার শখ। তাই তিনি সবসময়ই বলতেন, ‘সোনাই আমার ভগবান।’ গত বছরের এপ্রিল মাসে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। কিছুদিন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর করোনামুক্ত হয়ে বাড়ি ফিরে আসেন। এর পর সেপ্টেম্বর মাসে শোনা যায়, কণ্ঠস্বর হারিয়েছেন সকলের প্রিয় বাপ্পি দা। যদিও সেই গুজব নস্যাৎ করে দেন ডিস্কো কিং স্বয়ং। বিবৃতি দিয়ে জানান, এই খবর সম্পূর্ণ ভুয়ো। তিনি সুস্থই রয়েছেন। সেই সঙ্গে বাপ্পি দা এও বলেছিলেন, তাঁর সম্পর্কে এ ধরণের ভুয়ো খবর রটায় অত্যন্ত বিরক্ত হয়েছেন তিনি। কিন্তু আবারও তাঁর নানা শারীরিক সমস্যা দেখা যায়।
সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। একমাসের উপর হাসপাতালে ভর্তি ছিলেন বাপ্পি লাহিড়ী। গত সোমবারই হাসপাতাল থেকে ছুটি হয়েছিল তাঁর। কিন্তু তারপরই ফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার বাড়িতেই ডেকে পাঠানো হয় চিকিৎসককে। আবারও হাসপাতালে ভর্তি করা হয় বাপ্পি লাহিড়ীকে। হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, মঙ্গলবার অর্থাৎ গতকাল রাত ১১ টা নাগাদ ওএসএ (obstructive sleep apnea)- এর কারণেই মৃত্যু হয়েছে বাপ্পি লাহিড়ীর। ১৯৭০-৮০ এর দশকে গোটা বলিউড মেতে উঠেছিল তাঁর সুরের জাদুতে। আজও তাঁর সুরে সম্মোহিত গোটা দেশ। ডিস্কো ডান্সার থেকে শুরু করে শরাবি, জখমী, চলতে চলতে-এর মতো অসংখ্য জনপ্রিয় সিনেমায় গান গেয়েছেন তিনি। গান গেয়েছেন বাংলাতেও। ‘অমর সঙ্গী’ সিনেমার ‘চিরদিনই তুমি যে আমার’ গান অল টাইম হিট। সেই সব গান আজও সমানভাবে জনপ্রিয়। আজও সকলের মুখে মুখে ফেরে। জেনারেশন ওয়াইয়ের পার্টি এবং সেলিব্রেশনে হালফিলের আইটেম নাম্বারের সঙ্গে আজও সমানভাবে পাল্লা দিয়ে বাজে বাপ্পি দার গাওয়া এবং সুর করা জনপ্রিয় ডিস্কো মিউজিক গুলো। ২০২০ সালে ‘বাগি ৩’ সিনেমায় শেষবারের মতো গান করেছিলেন তিনি। মাত্র ১৯ বছর বয়সে তিনি মুম্বই পাড়ি দিয়েছিলেন। ১৯৭৩ সালে ‘নানহা শিকারী’ ছবিতে তিনি প্রথম সঙ্গীত নির্দেশনা করেন। এরপরে আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘ডিস্কো ডান্সার’ তাকে খ্যাতি ও জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল। এবার থেমে গেল ডিস্কোর সেই সুর।