দেশের খবর
রীতি মেনে লতা মঙ্গেশকরের পারোলৌকিক কাজ করছেন ‘ভক্ত’ অমর বিলুই! নিয়মভঙ্গে নিমন্ত্রিতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দীর্ঘ ২৭ দিন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। তাঁর মৃত্যুতে রীতিমতো ভেঙে পড়েছে গোটা দেশ। দেশের গণ্ডি পেরিয়ে গোটা বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর গুণমুগ্ধ এবং ভক্তরাও করেছেন শোক প্রকাশ।
কিন্তু লতা মঙ্গেশকরের অন্যতম ভক্ত অমর বিলুই সবাইকে ছাপিয়ে এক অনন্য উদ্যোগ নিয়েছেন। ব্যক্তিগত উদ্দোগে হাওড়ার জগৎবল্লভপুরে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের পারোলৌকিক কাজ করছেন তিনি। শুক্রবার হবে সেই কাজ। নিয়মভঙ্গের দিনে নিমন্ত্রিতের সংখ্যা ছাড়িয়েছে ২০০। হিন্দু প্রথা মেনে সাতদিনের অশৌচের শেষে ঘাট কাজের প্রস্তুতি। হাওড়ার জগৎবল্লভপুরের মাজুতে একটি ছোটো টেলারিং শপের মালিক বছর পঞ্চান্নর অমর বিলুই।
ছোটোবেলা থেকেই লতা মঙ্গেশকরের গানের প্রতি ছিল অগাধ ভালোবাসা। বছর কয়েক আগে, জন্মদাত্রী মায়ের মৃত্যুর পর থেকেই কার্যত লতা মঙ্গেশকরের গানকেই বেঁচে থাকার অবলম্বন করেছিলেন অমর বিলুই। সেই থেকেই লতা মঙ্গেশকরকে মানস মায়ের আসনে বসান অমরবাবু। তাই জন্মদাত্রী মায়ের বেলায় যেমনভাবে অশৌচ পালন করেছিলেন, মানস মায়ের বেলাতেও সেইভাবেই সাতদিন ধরে হবিষ্যান্ন ভোজন করেছেন। শুক্রবার বিধি মেনে করবেন মানস মা লতা মঙ্গেশকরের শ্রাদ্ধশান্তি। শনিবার নিয়মভঙ্গের দিনে ২০০জনেরও বেশী মানুষকে নিমন্ত্রণ করে খাওয়াবেন তিনি। বাড়িতে ইতিমধ্যেই প্যান্ডেল তৈরি করা হয়েছে। সেখানে সকাল থেকেই মাইকে বাজছে সুর সম্রাজী লতা মঙ্গেশকরের গান। অমরবাবুর এই ‘লতা প্রেমে’ মুগ্ধ এলাকাবাসী।