দেশের খবর
লতা মঙ্গেশকরের মৃত্যুতে দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা কেন্দ্রের, দু’দিন অর্ধনিমজ্জিত থাকবে জাতীয় পতাকা, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : সুরজগতে নক্ষত্রপতন।রবিবার সকালেই প্রয়াত হয়েছেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে লতা মঙ্গেশকরের মৃত্যুতে দু’দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র সরকার। আজ ও আগামী কাল সর্বত্র জাতীয় পতাকা অর্ধনিমজ্জিত থাকবে।
কিংবদন্তি সংগীতশিল্পীর প্রয়াণে দেশ-বিদেশের সর্বক্ষেত্রের মানুষ সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন। শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী টুইটারে তাঁর শোকবার্তায় লিখেছেন, ‘আমি ভাষা হারিয়েছি। অত্যন্ত দয়ালু ও আদরের লতাদিদি আমাদের ছেড়ে চলে গেলেন। আমি শব্দের বাইরে ব্যথিত। দয়ালু এবং যত্নশীল লতা দিদি আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি আমাদের দেশে একটি শূন্যতা রেখে গিয়েছেন, যা পূরণ করা যাবে না। ভবিষ্যত প্রজন্ম তাঁকে ভারতীয় সংস্কৃতির একজন কিংবদন্তি হিসেবেই মনে রাখবে। তাঁরর সুরেলা কণ্ঠের, মানুষকে মন্ত্রমুগ্ধ করার এক অতুলনীয় ক্ষমতা ছিল। লতা দিদির গান বিভিন্ন ধরনের আবেগকে প্রকাশ করেছে। তিনি কয়েক দশক ধরে ভারতীয় চলচ্চিত্র জগতের পরিবর্তন ঘনিষ্ঠভাবে প্রত্যক্ষ করেছেন।
চলচ্চিত্রের বাইরে, তিনি সর্বদা ভারতের শ্রীবৃদ্ধি সম্পর্কে উৎসাহী ছিলেন। তিনি সবসময় একটি শক্তিশালী ও উন্নত ভারত দেখতে চেয়েছিলেন। আমি লতা দিদির কাছ থেকে সবসময় অগাধ স্নেহ পেয়েছি। এটাকে আমি আমার সম্মান বলে মনে করি। তাঁর সঙ্গে আমার দেখা-সাক্ষাৎ, কথা অবিস্মরণীয় থাকবে। লতা দিদির প্রয়াণে আমি আমার সহ ভারতীয়দের সঙ্গে শোকাহত। তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছি এবং সমবেদনা জানিয়েছি। ওম শান্তি।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন।
টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমি ভারতের প্রয়াত আইকন, ভারতরত্ন লতা মঙ্গেশকরকে আমার হৃদয়গ্রাহী শ্রদ্ধা জানাই।’ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখেছেন, ‘লতাজির মৃত্যু গোটা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের মতো আমার কাছেও হৃদয়-বিদারক। তাঁর গানের বিস্তৃত পরিসরে ভারতের সৌন্দর্য প্রকাশ পেয়েছে। একজন ভারতরত্ন, লতাজির কৃতিত্ব অতুলনীয় থাকবে।’ একইসঙ্গে লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখেছেন, ‘সঙ্গীত জগতে তাঁর অবদানকে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তাঁর মৃত্যু আমার জন্য ব্যক্তিগত ক্ষতি।’
Give Review |
|
SUMMARY
|
5.0
|