দেশের খবর
BJP-র আইটি সেলের চিফ থেকে লস্কর জঙ্গি, জেহাদিকে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিজেপির সক্রিয় কর্মী থেকে লস্কর জঙ্গি। কাশ্মীরে জেহাদিকে হাতেনাতে ধরলেন গ্রামবাসীরা। রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, জুম্মু কাশ্মীরের রিয়াসি এলাকায়। গ্রামবাসীদের হাতে ধরা পড়া ওই জঙ্গির নাম তালিব হুসেন।
পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই সন্ত্রাসবাদ দমনে কঠোর পদক্ষেপ নিয়েছে সেনাবাহিনী। উপত্যকার বিভিন্ন এলাকায় চলছে নাকা তল্লাশি। গত একমাসে ধরা পড়েছে প্রচুর জঙ্গি। তার মধ্যে লস্কর গোষ্ঠীর জঙ্গি ধরা পড়ায় নিঃসন্দেহে বড় সাফল্য বলেই মনে করছে জুম্মু কাশ্মীর পুলিশ। জানা গিয়েছে, ধৃত জঙ্গি এর আগে বিজেপির সক্রিয় নেতা ছিলেন। এমনকি গেরুয়া শিবিরের আইটি সেলের চিফ হিসেবেও সে কাজ করেছে বেশ কিছু দিন।
আরও জানা গিয়েছে, ধৃত ওই লস্কর জঙ্গি জম্মুতে বিজেপি দলের সংখ্যালঘু মোর্চার সোশ্যাল মিডিয়া ইনচার্জও ছিলেন। তালিব হুসেন শাহ ও তার সহযোগীকে রবিবার সকালে জম্মুর রিয়াসি এলাকা থেকে গ্রামবাসীরা ধরেন। ধৃতদের কাছ থেকে দুটি একে রাইফেল, বেশ কয়েকটি গ্রেনেড এবং অন্যান্য অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গ্রামবাসীরাই তাদের পুলিশের হাতে তুলে দেন।
আরও পড়ুন: বঙ্গে ফোটেনি পদ্ম, জাতীয় কর্মসমিতির বৈঠকে গুড বুকে শুভেন্দু-সুকান্ত
এদিকে এই ঘটনায় সর্ষের মধ্যেই ভূত দেখার অবস্থা বিজেপির। শুধু তাই নয়, বিজেপির অনলাইনে সদস্য গ্রহণের দিকেও আঙুল তুলেছে রাজনৈতিক শিবির। লোকেদের কোনও ব্যাকগ্রাউন্ড চেক ছাড়াই দলে যোগদান করতে দেওয়া নিয়েও তুলোধনা করা হয়েছে। এই বিষয়ে দলের মুখপাত্র আরএস পাঠানিয়া বলেন, “এই গ্রেফতারের সঙ্গে একটি নতুন সমস্যা এসেছে। আমি বলব, এটি একটি নতুন মডেল বিজেপিতে প্রবেশ করা, প্রবেশাধিকার লাভ করা, রেকস করা… এমনকি শীর্ষ নেতৃত্বকে হত্যা করার একটি ষড়যন্ত্র ছিল যা পুলিশ ফাঁস করেছে”।
আরও পড়ুন: গভীর রাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে অচেনা পুরুষ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন!
এই বিষয়ে বিজেপি সংখ্যালঘু মোর্চার তরফে বলা হয়েছে, তালিব হুসেন নামে ওই জঙ্গি দু’মাস আগে পর্যন্ত দলের সঙ্গে যুক্ত ছিল। বহুদিন ধরেই সংখ্যালঘু মোর্চার সঙ্গে যুক্ত ছিল সে। তালিবের সঙ্গে জম্মু কাশ্মীরের বিজেপি প্রেসিডেন্ট রবিন্দর রায়নার সঙ্গে বেশ কয়েকটি ছবিও পাওয়া গিয়েছে। তবে সাফাই দিয়ে বিজেপির তরফে রাজৌরি এলাকার জেলা প্রেসিডেন্ট বলেছেন, ”অনেকেই আমাদের দলে যোগদান করেন। কে কোন জায়গা থেকে যোগ দিচ্ছেন তার দিকে নজর রাখা সম্ভব নয়। তবে বিজেপি নেতাদের সঙ্গে তালিবের ছবি রয়েছে, একথা অস্বীকার করা যায় না”।