দেশের খবর
পাকিস্তানি নৌকায় বিপুল পরিমান হেরোইন উদ্ধার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পাকিস্তান সবসময় চেষ্টা করে ভারতে জঙ্গি অনুপ্রবেশের করানোর। জঙ্গির পাশাপাশি বিভিন্ন সময় অস্ত্র সরবরাহ এবং জাল নোট পাচার, ইত্যাদির খবরও বারবার আসে। কখনও সীমান্তের কাঁটাতার পেরিয়ে আবার কখনও জলপথে। বারবার দেশের সেনাবাহিনী সজাগ থেকে সেই সব চেষ্টা ব্যর্থ করে। এবার হেরোইন বোঝাই নৌকা ধরা পড়ল গুজরাত উপকূলে।
খবর পাওয়া গিয়েছে, সোমবার সকালে আল হুসেইন নামক একটি নৌকা ভারতের সীমান্তে ঢুকে পরে। সঙ্গে সঙ্গেই দেশের সীমান্ত রক্ষা বাহিনী ওই নৌকাটিকে আটক করে। সেনা সূত্রে জানা গিয়েছে, ওই নৌকা থেকে ৭৭ কেজি হেরোইন উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় চার কোটি টাকা। হেরোইন উদ্ধারের পাশাপাশি ওই নৌকায় থাকা ছয় জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। হেরোইন নিয়ে নৌকাটি ঠিক কী কারণে ভারতের সীমান্তে ঢুকেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
গত সেপ্টেম্বরে আদানি গোষ্ঠীর মুদ্রা বন্দরে একটি নৌকা থেকে দুই কন্টেনার হেরোইন উদ্ধার হয়েছিল। ৩ হাজার কিলগ্রামের ওই উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজার মূল্য ২০ হাজার কোটি টাকা। তারপর থেকেই উপকূলবর্তী এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। গ্রেফতার হওয়া নাগরিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এর সাথে আর কোনও চক্র জড়িয়ে আছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।