Uncategorized
মেটলি থেকে বিপুল পরিমাণ অবৈধ দেশি মদউদ্ধার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দীর্ঘদিন ধরেই পুলিশের কাছে অভিযোগ আসছিল অবৈধ দেশি মদ বিক্রির। কিন্তু পুলিশ সেভাবে গুরুত্ব দিয়ে দেখেনি। রবিবার রাতে আচমকা হানা দিলে বিপুল পরিমাণ অবৈধ দেশি মদ উদ্ধার হয়। অভিযান চালিয়ে ২০ পেটি অবৈধ দেশি মদ বাজেয়াপ্ত করা হল।
সোমবার জলপাইগুড়ির মেটেলি ব্লকের সাতখাইয়া এলাকার একটি দোকান থেকে বাজেয়াপ্ত করা হয় এই বিপুল পরিমাণ দেশি মদ। দোকানদার পালিয়ে যাওয়ায় ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। মেটেলি থানার পুলিশের কাছে দীর্ঘদিন ধরেই খবর ছিল যে ওই দোকানে অবৈধভাবে দেশি মদের ব্যবসা চলছে। খবরের ভিত্তিতে এদিন মেটেলি থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। উদ্ধার হওয়া দেশি মদ থানায় নিয়ে যাওয়া হয়। এই ধরণের অভিযান লাগাতার চলবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।