দেশের খবর
পাচারের আগেই উদ্ধার বিপুল পরিমাণে বিদেশী মদ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অনেকদিন ধরেই বিহারে মদ নিষিদ্ধ। বিহারে মদ বিক্রি এবং খাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। সরকার নিষিদ্ধ করলেও যাঁরা সুরাপ্রেমী, তাঁরা রাতারাতি মদ খাওয়া ছেড়ে দেবেন, তা তো হতে পারে না। সুতরাং সুরা প্রেমীদের চাহিদা থেকেই গিয়েছে।
চাহিদা পূরণের জন্য বিহারের মানুষের ভরসা প্রতিবেশী রাজ্য। ফলে কালোবাজারি যথেষ্ট বেড়েছে। অন্য রাজ্য থেকে মদ আমদানি বন্ধ করার উদ্যোগ নেয় বিহার সরকার। অন্য রাজ্য থেকে যাতে কোনও ভাবেই বিহারে মদ ঢুকতে না পারে তারজন্য বিহারের আফগারি দফতরকে নির্দেশ দেয় বিহার সরকার। সরকারের নির্দেশ মতো সক্রিয় হয়ে ওঠে আফগারি দফতর। কিষানগঞ্জ আফগারি দফতরের তৎপরতায় সোমবার সকালে বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার হয়।
জানা গিয়েছে, শিমুল বাড়ি গ্রাম থেকে ওই মদ উদ্ধার করে। আফগারি দফতর সূত্রে জানা গিয়েছে, প্রায় ১০০ লিটার বিদেশী মদ উদ্ধার হয়েছে। শিলিগুড়ি থেকে বিহারের দিকে মদ নিয়ে যাচ্ছিল একটি ছোট গাড়ি। মদ উদ্ধারের পাশাপাশি ১ জনকে গ্রেফতার করে কিষানগঞ্জ আফগারি দফতর এবং কিষানগঞ্জ থানার পুলিশ। এর সঙ্গে আর কোন কোন চক্র জড়িত আছে, তা খতিয়ে দেখছে কিষানগঞ্জ থানার পুলিশ।