দেশের খবর
পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় পাঁচ বছরের জেল লালুপ্রসাদ যাদবের!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : সর্বভারতীয় রাজনীতিতে লালুপ্রসাদ যাদব এক বিতর্কিত ও বর্ণময় চরিত্র। বহু বছর বিহারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি, রেল মন্ত্রকের দায়িত্বও সামলেছেন। তাঁর বিরুদ্ধে পশুখাদ্য কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল।
সেই মামলা অনেকদিন ধরেই চলছিল। এবার সেই পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় রায় দিল আদালত। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের। সোমবার সিবিআই আদালত আরজেডি প্রধানকে সাজা শোনানোর পাশাপাশি ৬০ লক্ষ টাকা জরিমানাও ধার্য করেছে। পশুখাদ্য কেলেঙ্কারির ঘটনায় লালুপ্রসাদ যাবের বিরুদ্ধে এটিই ছিল পঞ্চম এবং চূড়ান্ত মামলা।
পঞ্চম মামলাটি ডোরান্ডা ট্রেজারি সংক্রান্ত। এর আগে পশুখাদ্য সংক্রান্ত দুমকা, দেওঘর এবং চাইবাসা ট্রেজারি সংক্রান্ত চারটি তহবিল তছরূপ মামলায় ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল লালুকে। তবে শারীরিক অসুস্থতার কারণে জামিনে ছিলেন তিনি।