দেশের খবর
৭৫তম জন্মদিন পালন করলেন লালুপ্রসাদ যাদব, স্ত্রী রাবড়ি দেবীর সঙ্গে কাটলেন কেক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বেশ ধুমধাম করেই নিজের ৭৫ তম জন্মদিন পালন করলে লালু প্রসাদ যাদব। ভারতীয় রাজনীতির অন্যতম বর্ণময় চরিত্র লালুপ্রসাদ যাদব। বিতর্কে জড়িয়ে গত কয়েকটা বছর একটু লোকচক্ষুর আড়ালেই ছিলেন। কিন্তু নিজের ৭৫তম জন্মদিনে আবারও চেনা ছন্দে পাওয়া গেল আরজেডি প্রধানকে। বেশ কয়েক বছর পর আবারও পরিবারের সঙ্গে পালন করলেন জন্মদিন। কাটলেন কেক। দলের পক্ষ থেকেও গোটা বিহার জুড়ে বেশ ধুমধাম করেই পালিত হল প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিন।
৭৫তম জন্মদিনের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল স্ত্রী রাবড়ি দেবীর পাটনার সরকারি বাসভবনেই। আর এই অনুষ্ঠানকে ঘিরে সেখানে বসেছিল চাঁদের হাট। সস্ত্রীক লালুপ্রসাদ যাদব ছাড়াও জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন তাঁর দুই পুত্র তেজপ্রতাপ ও তেজস্বী যাদব এবং কন্যা মিসা ভারতী। বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে বিহার বিধানসভার বিরোধী দলনেতা তথা লালু পুত্র তেজস্বী টুইটারে লিখেছেন, ‘গরিবের সমর্থক, সামাজিক ন্যায়বিচার ও সাম্প্রদায়িক সম্প্রীতির শক্তিশালী স্তম্ভ এবং আরজেডির জাতীয় সভাপতি লালুপ্রসাদ যাদবের জন্মদিন। তাঁর ৭৫তম জন্মদিনটি সামাজিক ন্যায়বিচার এবং সদভাবনা দিবস হিসেবে পালন করা হচ্ছে।’ লালুর কন্যা তথা রাজ্যসভার সাংসদ মিসা বাবার একটি ছবি পোস্ট করে টুইটারে লিখেছেন, ‘মানুষ আসবে ও যাবে। কিন্তু, সামাজিক ন্যায়বিচারের প্রতীক হিসেবে তাঁর নাম চিরকাল বিহার মানুষের মুখে থাকবে।’
লালুপ্রসাদ যাদবের জন্মদিন উপলক্ষে এদিন পাটনা সহ গোটা বিহারকে তাঁর ছবির কাটআউট, পোস্টার ও হোর্ডিঙে সাজিয়ে তোলা হয়েছিল। পাটনায় আরজেডির দফতরের বাইরে লালুর ছবি সহ একটি পোস্টার লাগানো হয়েছে। তাতে লালুকে গরিবের ঈশ্বর বলে বর্ণনা করা হয়েছে। সেই সঙ্গে এই পোস্টারে লালুর কিছু পুরনো ছবিও দেওয়া হয়েছে। তাতে লালুকে গরিবদের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে। এদিন আরজেডি দলের পক্ষ থেকেও লালুপ্রসাদ যাদবকে টুইটারে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী জন্মদিনে বিহার জুড়ে গরিবদের খাওয়ানোরও পরিকল্পনা নিয়েছে আরজেডি।