বাংলার খবর
রাজ্য বিজেপির শীর্ষ নেতার বিরুদ্ধে শহরজুড়ে কুরুচিকর পোস্টার!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্য বিজেপির গোষ্ঠী কোন্দল ক্রমশ প্রকট হয়ে উঠছে। দলের একের পর এক বিধায়ক, সাংসদ, নেতৃত্বের প্রকাশ্যে রাজ্য নেতৃত্বের ওপর ক্ষোভ প্রকাশের মাঝেই সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর ছবি ও নাম সহ কুরুচিকর পোস্টার পড়ল শহরে।
এই ঘটনা নজিরবিহীন বলা যায়। এর আগে কখনও বিজেপির সাধারণ সম্পাদকের নাম করে পোস্টার বা প্রকাশ্য বিক্ষোভ দেখা যায়নি। সোমবার উত্তর কলকাতার সেন্ট্রাল এভিনিউয়ে পোস্টার চোখে পড়েছে, যেখানে অমিতাভর সঙ্গে তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থার যোগাযোগের অভিযোগ উঠেছে। ওই পোস্টারে লেখা হয়েছে, ‘পিকে-এর টিমের দালাল অমিতাভ চক্রবর্তী হটাও বিজেপি বাঁচাও। সারা রাজ্যের বিজেপি বাঁচাও কর্মী এক হও।’ এইভাবে বিজেপি রাজ্য দফতরে একাধিক পোস্টার পড়েছে! কে বা কারা এই ফ্লেক্স লাগিয়েছে, তা জানা যায়নি। কিন্তু এই পোস্টারকে কেন্দ্র করে কৌতূহল সৃষ্টি হয়েছে বিজেপির সাধারণ কার্যকর্তাদের মধ্যে। দীর্ঘদিন ধরেই বিজেপির কার্য কর্তারা বেসুরো।
রাজ্য নেতৃত্বের উপর একাধিক অভিযোগ করে আসছিল! রাজ্য দফতরের পোস্টারের ঘটনায় অন্য মাত্রা যোগ হল, তা বলাই বাহুল্য। বিজেপি সূত্রে খবর, কিছুদিন আগেই একটি সাংগঠনিক বৈঠকে অমিতাভ নাকি বলেছিলেন যে বিজেপির বর্তমান রাজ্য কমিটি নিয়ে দরাজ সার্টিফিকেট দিয়েছেন পিকে-র সংস্থা আই প্যাকের এক কর্তা। পিকে’র টিমের এক সদস্য তাঁকে ফোনে বলেছেন, দলের সংগঠন শক্তিশালী আছে। কিছু পরিবর্তন দরকার। তা করলেই চাঙ্গা হবে রাজ্য বিজেপি। এরপরই অমিতাভর বিরুদ্ধে এই অভিযোগ করতে শুরু করে। যদিও বিজেপি’র মুখপাত্র শমীক ভট্টাচার্য দাবি করেছেন, এটা বিজেপি-র সংস্কৃতি নয় এবং দলের কেউ এই পোস্টারের সঙ্গে যুক্ত নন।