বাংলার খবর
কুণাল-রূপা সাক্ষাৎ, ২১ জুলাইয়ের মঞ্চেই কি তৃণমূলে বিজেপি সাংসদ!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বেশ কিছুদিন ধরেই বিজেপিতে বেসুরো গাইছেন রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। বিভিন্ন ইস্যু নিয়ে প্রকাশ্যেই রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন রূপা। বাবুল সুপ্রিয়, অর্জুন সিঙের পথে হেঁটে এবার কি রূপা গঙ্গোপাধ্যায়ও তৃণমূলে যোগ দিতে চলেছেন! আগামী ২১ জুলাইয়ের মঞ্চেই কি তৃণমূলের পতাকা হাতে তুলে নিতে দেখা যাবে বিজেপি সাংসদকে? সম্প্রতি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে রূপা গঙ্গোপাধ্যায়ের এক সাক্ষাতের পর সেই জল্পনাই জোড়ালো হয়ে উঠেছে রাজ্য তথা জাতীয় রাজনীতির অলিন্দে।
সূত্রের খবর, সম্প্রতি কুণাল ঘোষ ও রূপা গঙ্গোপাধ্যায় এক বৈঠকে বসেছিলেন। তারপর থেকেই রূপার তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা শুরু হয়েছে। যদিও তাঁকে ঘিরে চলা এই জল্পনা নস্যাৎ করে দিয়েছেন রূপা। এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি কুণাল ঘোষের সঙ্গে সাক্ষাতের কথা স্বীকার করে নিলেও বিজেপি ছাড়ার জল্পনা উড়িয়ে দিয়েছেন। রূপা গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘হ্যাঁ, আমার সঙ্গে কুণাল ঘোষের কথা হয়েছে। দুজনে কথা বলা কোনও অন্যায় নাকি! কথা বললেই অন্য দলে যেতে হবে?’
এ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেছেন, ‘রূপা গঙ্গোপাধ্যায়ের একটি অন্য দলে রয়েছেন। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য রয়েছে। তিনি সম্পূর্ণ একটা অন্য মঞ্চে রয়েছেন। কিন্তু ওঁর সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। রূপা গঙ্গোপাধ্যায় আমার বড় দিদির মতো। আমারা যখন তরুণ, তখন উনি মহাভারতে দ্রৌপদীর ভূমিকায় অভিনয় করে গোটা দেশে জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। উনি একজন খুবই বড় এবং জনপ্রিয় অভিনেত্রী। একাধিক সিনেমা এবং সিরিয়ালে বিভিন্ন চরিত্রে তিনি অভিনয় করেছেন। কিন্তু রাজনৈতিক দিক থেকে আমরা দু’জনে সম্পূর্ণ ভিন্ন মেরুতে রয়েছি। সম্প্রতি ওঁর সঙ্গে আমার একটি সামাজিক অনুষ্ঠানে দেখা হয়েছিল। সেই নিয়ে আগাম কোনও রাজনৈতিক ধারণা করে ফেলাটা অহেতুক।’ তবে রূপা গঙ্গোপাধ্যায় তৃণমূলে যোগ দিচ্ছেন কিনা, জিজ্ঞাসা করা হলে কুণালের ইঙ্গিতপূর্ণ জবাব, ‘এই বিষয়ে এখন আমি একটি মন্তব্যও করব না।’ আর তাতেই রূপার পদ্ম ছেড়ে ঘাসফুল হাতে তুলে নেওয়ার জল্পনা অনেকটাই বেড়ে গেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।