দেশের খবর
ওয়াই ক্যটাগরি নিরাপত্তা পেলেন কুমার বিশ্বাস

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অনেকদিন আগেই অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মুখ খুলে আম আদমি পার্টি ছেড়েছিলেন। তারপর যোগ দিয়েছিলেন বিজেপিতে। পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে ফের খবরের শিরোনামে কুমার বিশ্বাস। গত কয়েকদিন আগেই আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আঙুল তুলেছিলেন।
হুঙ্কার দিয়ে বলেছিলেন, আম আদমি পার্টির সঙ্গে খালিস্থানি জঙ্গিদের যোগ রয়েছে। খালিস্থানি জঙ্গিরা ভোটে লড়ার জন্য আম আদমি পার্টিকে আর্থিক সহযোগিতা করছে। কুমার বিশ্বাসের এই মন্তব্যের পরে সারা দেশে চাঞ্চল্য ছড়িয়ে পরে। এরপরেই নড়েচড়ে বসে কেন্দ্র সরকার।
সূত্রের খবর, অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মুখ খোলায় নিরাপত্তা বাড়ানো হয়েছে কুমার বিশ্বাসের। সূত্রের খবর, ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে কুমার বিশ্বাসকে। জানা গিয়েছে, এই মুহূর্তে শুধু আম আদমি পার্টি নয়, খালিস্থানি জঙ্গিদের টার্গেট হয়ে যেতে পারেন কুমার বিশ্বাস। সেই কারণেই তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে।