ভাইরাল খবর
দেশের প্রথম ‘স্ব-কাম’ বিয়ে! মেহেন্দি থেকে গায়ে হলুদ প্রকাশ্যে ছবি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ‘মেহেন্দি’ এবং ‘হলদি’ সহ সমস্ত বিবাহের আচার-অনুষ্ঠান পালিত হয়েছে সব রীতিনীতি মেনে। কিন্তু জানেন কি কাকে বিয়ে করলেন এই মহিলা? বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়া জুরে ভাইরাল হয়েছে এই মহিলার গল্প।
উল্লেখ্য, ১১ জুন নিজেকে বিয়ে করার ঘোষণা দিয়েছিলেন গুজরাতের যুবতী ক্ষমা বিন্দু। তারপর থেকেই খবরের শিরোনামে রয়েছেন তিনি। কেমন হয় নিজেকে বিয়ে?
ধর্মীয় প্রথা-রীতিনীতি পালনে কোনও খামতি নেই। প্রথা মেনে ‘মেহেন্দি’ এবং ‘হলদি’ সহ সমস্ত বিবাহের আচার-অনুষ্ঠানে পালন করছেন তিনি। তবে পার্থক্য রয়েছে অন্য জায়গায়। বর এবং কনে দুটোরই রীতি তাঁকেই পালন করতে হবে। এটাই প্রথম ভারতের ‘স্বকাম বিয়ে’।
বিয়ের অনুষ্ঠান শেষে তিনি সোশ্যাল মিডিয়া একটি ভিডিয়ো আপলোড করেন। সেই ভিডিয়োতে তিনি বলেন, এই কাজে যাঁরা তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তিনি তাঁদের প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকবেন। ক্ষমার বয়ানে, ‘আমি দুহাত জোর করে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা আমার পাশে থেকেছেন, আমাকে উৎসাহ দিয়েছেন। আমায় সাহস জুগিয়েছেন। এ এক আশ্চর্যধরনের লড়াই, যা সহজে কোনওভাবে জয় করা সম্ভব নয়।’
প্রসঙ্গত, কিছুদিন আগে নিজেকে বিয়ে করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন গুজরাতের এই বছর চব্বিশের তরুণী। তিনি নিজগামী। বেঁচে থাকার জন্য কোনও পুরুষের সঙ্গে ঘর তিনি করতে চান না। বরং নিজেকে ভালবেসে ঘর বাঁধতে চান নিজের সঙ্গেই। তবে তাঁর এই সিদ্ধান্তের পরই শুরু হয় তরজা। এসব কোন কিছুতেই কান দেননি ক্ষমা। বিয়ে সেরে হানিমুনেও যাচ্ছেন। নিজের সঙ্গেই চুটিয়ে হানিমুন উপভোগ করতে চান ওই যুবতী। তিনি বলছেন আমি নিজেকে ভালোবাসি এবং তাই এই বিয়ে।