বাংলার খবর
মিলল স্বস্তি, প্রবল বৃষ্টিতে ভিজল তিলোত্তমা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বেশ খানিকটা মুক্তি পেল বঙ্গবাসী। গতকাল সন্ধ্যের পর থেকে প্রবল বৃষ্টিতে ভাসে কলকাতা সহ দক্ষিনবঙ্গের একাধিক জেলা। তবে আগামীতে সেই স্বস্তি আরো বাড়তে চলেছে বলে জানিয়েছে আলিপুর অফিস। আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা যত হাওড়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান এবং পুরুলিয়ার মতো একাধিক প্রান্তে বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, বর্ষা প্রবেশ করলেও আপাতত উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু কিছুটা দুর্বল রয়েছে। ফলে বৃষ্টিপাত হলেও বর্ষা কিছুটা দুর্বলই থাকবে দক্ষিণবঙ্গে। আগামী শনিবার থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। উইকএন্ডে রেনি ডে পাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিরও। কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৫ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বাধিক পরিমাণ ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ৩৯.৪ মিলিমিটার।
মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, বীরভূম, হাওড়া, হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। হাওড়ায় বৃষ্টি শুরু হয় রাত ৯ টার পর। তবে বৃষ্টি নামার আগে বইতে শুরু করেছিল ঝোড়ো হাওয়া। পাশাপাশি বৃষ্টি হয়েছে বাঁকুড়াতেও।