বঙ্গে দুর্বল বর্ষা, ফের অস্বস্তিতে রাজ্যবাসী
Connect with us

বাংলার খবর

বঙ্গে দুর্বল বর্ষা, ফের অস্বস্তিতে রাজ্যবাসী

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: চলতি বছর ৩ জুন উত্তরবঙ্গে প্রবেশ করে বর্ষা। এরপর থেকেই ভারী বৃষ্টিপাত হয় উত্তরবঙ্গের জেলাগুলিতে। কিন্তু উত্ত্রের পরিবেশ ঠিক থাকলেও দক্ষিণের মুখ ভার। ঘাটতি রয়েছে বৃষ্টির। যার ফলে বৃহস্পতিবার সকাল থেকে ফের অস্বস্তির মুখে রাজ্যবাসী।

বৃহস্পতিবার সকালে কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অংশত মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯২ শতাংশ।

অন্যদিকে, উত্তরবঙ্গের দৃশ্য সম্পূর্ণই ভিন্ন। প্রবল থেকে প্রবলতর বৃষ্টির কারণে বিগত এক মাস ধরে দুর্যোগের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখানে। বর্তমানে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও আগামী দিনে বৃষ্টিপাত বাড়বে বলে জানা গিয়েছে। এক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারের মতো জেলাগুলিতে আগামী দুই দিন মাঝারি বৃষ্টিপাত হতে চলেছে।

Advertisement