বাংলার খবর
প্রতিশ্রুতি দিয়েও মেলেনি কাজ, অবসাদে আত্মঘাতী প্রৌঢ়

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নেই রুটিরুজি। কর্মসংস্থানের অভাবে মানসিক অবসাদগ্রস্ত যুবকের অস্বাভাবিক মৃত্যু। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়া আন্দুল রোডের দক্ষিণ বাঁকসাড়া এলাকায়। বৃহস্পতিবার বি গার্ডেন থানার পুলিশ গিয়ে মৃত দেহটি উদ্ধার করেন।
পুলিশ সূত্রের খবর মৃতের নাম তাপস দেবনাথ (৪৮)। তিনি হাওড়া আন্দুল রোডের দক্ষিণ বাঁকসাড়া এলাকার বাসিন্দা। আন্দুল রোডের তেঁতুলতলা এলাকায় একটি সিমেন্ট বাড়ির গোলা থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। তিনি আলমপুর এলাকার জঙ্গলপুর এলাকায় কাজ করতেন। সম্প্রতি সেই কাজ থেকে ছাঁটাই হন তিনি।
জানা গিয়েছে, মালিককে অনেক জোরাজুরি করার পরও পুনরায় তাকে কাজে বহাল করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত প্রতিশ্রুতি পেলেও কাজ ফেরৎ পাননি তিনি। এদিকে মৃত ব্যক্তির বাড়িতে স্ত্রী,মেয়ে ও বৃদ্ধা মা রয়েছেন। যারফলে পরিবারে তিনিই ছিলেন একমাত্র উপার্জনকারী। সূত্রের খবর, তিনদিন ধরে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি। অবশেষে বৃহস্পতিবার তাঁর ঘরের পাশের একটি ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এদিন মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও প্রাথমিক তদন্তে আত্মহত্যার ঘটনা মনে হলেও এর পিছনে অন্য কোনও রহস্য আছে কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পুলিশ।