বেপরোয়া গতির জের! মর্মান্তিক ঘটনা সেক্টর ফাইভে
Connect with us

বাংলার খবর

বেপরোয়া গতির জের! মর্মান্তিক ঘটনা সেক্টর ফাইভে

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সল্টলেক সেক্টর ফাইভে মেট্রো স্টেশনের কাছে বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা। উল্টে গেল চার চাকা গাড়ি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও গুরুতর জখম গাড়ির চালক।

পুলিশ সূত্রে খবর, সল্টলেক সেক্টর ফাইভে মেট্রো স্টেশনের ডি এল ব্লক থেকে এএল ব্লক এর দিকে যাচ্ছিল একটি হোন্ডা ক্রেটা গাড়ি। দ্রুতগতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সি এল ব্লকের ৫৭ নম্বর বাড়ির উলটো দিকে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। এরপর গাড়ির একটি চাকা ভেঙে ৫০ ফুট দূরে গিয়ে ছিটকে পড়ে। ঘটনায় চালক প্রাণে বাঁচলেও গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে বিধাননগর পূর্ব থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে। তবে বেপরোয়া গতির জেরেই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। যদিও এই ঘটনায় প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখছে বিধাননগর পূর্ব থানার পুলিশ। 

আরও পড়ুন: মানসিক ভারসাম্যহীন কিশোরীকে নির্যাতনের অভিযোগ, কাঠগড়ায় মামা

Advertisement

অন্যদিকে, গোপন সূত্রের খবর পেয়ে বুধবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার হোসেনপুর এলাকায় অভিযান চালিয়ে ১২০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করল বালুরঘাট থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে জেলা পুলিশ সুপার রাহুল দে নিজে অভিযান চালায় হোসেনপুর এলাকায়।

আরও পড়ুন: প্যারিসে ওয়ার্ল্ড স্কুল স্পোর্টসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেল হুগলির জয়ীতা মালিক

জানা গিয়েছে, পুলিশি এই অভিযানে প্রায় দু’লাখ টাকার নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা হয়। ঘটনায় শুভঙ্কর বর্মন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক  তদন্তে পুলিশের অনুমান, বাংলাদেশে পাচারের জন্য নিষিদ্ধ কাফ সিরাপ বাড়িতে মজুত করা হয়েছিল। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement