বাংলার খবর
ফের মেট্রো বিভ্রাট, দুর্ভোগে অফিসযাত্রীরা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রায় প্রতিদিনই সমস্যার মুখে পড়তে হচ্ছে অফিসযাত্রীদের। তাঁর একটাই কারণ মেট্রো বিভ্রাট। অর্থাৎ বুধবার ফের আরও একবার যাত্রীদের নামিয়ে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়।
জানা গিয়েছে, বুধবার সকালে দমদম থেকে কবি সুভাষগামী মেট্রোয় বিভ্রাটের জেরে দফায় দফায় মেট্রো পরিষেবায় সমস্যা দেখা যায়। যদিও কলকাতা মেট্রো কর্তৃপক্ষের দাবি তিন মিনিট করে লেট হয়েছে তিনটি গাড়ি। তবে পরিষেবা কখনই থমকে যায়নি। এদিকে, যাত্রীদের অভিযোগ, দফায় দফায় প্রায় আধ ঘণ্টা লেট করে মেট্রো।
আরও পড়ুন: কর্মীদের চাঙ্গা করতে মমতার বার্তা ‘আমি নই, আমরা”
মেট্রো রেল সূত্রে খবর, দমদম ও বেলগাছিয়ার মাঝখানে সিগনালে সমস্যা হয়েছিল। তিন–চার মিনিটের মধ্যেই তা ঠিক করা হয়। তবে যাত্রীদের অভিজ্ঞতা বলছে, ৮টা ৪৫ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী যে মেট্রোটি ছাড়ে তা দফায় দফায় ২৭ মিনিট দাঁড়িয়েছিল বিভিন্ন স্টেশনে। তবে এটা প্রথমবার নয়, এর আগেও বহুবার দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে যাত্রীদের।