বাংলার খবর
ফের ব্যাহত মেট্রো পরিষেবা, আতঙ্কে যাত্রীরা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বুধবার সাত সকালে মেট্রো বিভ্রাট। ফের কলকাতার মেট্রোয় আগুন আতঙ্ক। এদিন সকাল ৮ টা নাগাদ ময়দান মেট্রো স্টেশনে দমদমগামী ট্রেন ঢুকতেই পোড়া গন্ধ পান মোটরম্যান। সঙ্গে সঙ্গে মেট্রো থামিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছন কলকাতা মেট্রোরেলের আধিকারিকরা। বেশ কিছুক্ষণ মেট্রো চলাচল বন্ধ রাখা হয়।
আরও পড়ুন: ক্ষুধার আগুনে জ্বলছে লঙ্কা, সেনাকে বিশেষ ক্ষমতা স্বরাষ্ট্রমন্ত্রকের
জানা গিয়েছে, এদিন সকালে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিল ওই মেট্রোটি, হঠাৎই ময়দান স্টেশনে যখন মেট্রোটি দাঁড়িয়েছে তখন হঠাৎ দেখা যায় রেক থেকে ধোঁয়া বেরোচ্ছে। সেই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। মেট্রো স্টেশনের মাঝে হইচই পড়ে যায়। চালককে খবর দেওয়া হয়। তিনি প্ল্যাটফর্মেই মেট্রো থামিয়ে দেন, যাত্রীরা নেমে আসেন। খবর পেয়ে ছুটে আসেন মেট্রোর আধিকারিকরা। তবে ঠিক কি কারণে এই আগুন লেগেছে তা স্পষ্ট জানা যায়নি। কারণ খতিয়ে দেখতে বেশ কিছুক্ষণ ওই লাইনে মেট্রো চলাচল বন্ধ রাখা হয়। ফলে কাজের দিনে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।
গোটা ঘটনা নিয়ে কলকাতা মেট্রো রেলের জনসংযোগ বিভাগের তরফে বলা হয়েছে, ‘কোনও ধোঁয়া কিংবা আগুনের ঘটনা ঘটেনি। সকাল আটটা নাগাদ ময়দান মেট্রো স্টেশনে একটি ট্রেন ঢোকার পর ওই ট্রেনের একটি কোচ থেকে পোড়া গন্ধ পান মোটরম্যান। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রেনটি খালি করে দেওয়া হয়। কী কারণে ওই পোড়া গন্ধ বের হচ্ছিল, তা খতিয়ে দেখেন ঘটনাস্থলে উপস্থিত মেট্রো কর্মীরা। কিছুক্ষণের মধ্যেই ফের পরিষেবা স্বাভাবিক হয়ে যায়। ওই মেট্রোটিই ফের যাত্রীবহন করে নিয়ে যায়। যে রেকটি থেকে পোড়া গন্ধ বের হচ্ছিল, সেই কোচেও কোনও সমস্যা দেখা যায়নি। সেই কোচটিতেও যাত্রীরা যাতায়াত করছেন।’