বাংলার খবর
শুরু হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব: আগামী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ফিল্ম দুনিয়াকেও আমন্ত্রণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: তাপমাত্রার পারদ ক্রমশ বেড়েই চলেছে। পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রি। বৈশাখীর এই দাবদাহের মধ্যেই সূচনা হয়ে গেল ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২। সোমবার নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুরু হল Kolkata International Film Festivals 2022। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ যেন তারকাদের মেলা। চলচ্চিত্র উৎসব ঘিরে নজরুল মঞ্চে চাঁদের হাট। সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে তাঁর পরিচালিত ‘অরণ্যের দিনরাত্রি’ সিনেমাটি দিয়েই শুরু হল এবছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে ৪০টি দেশের মোট ১৬০টি সিনেমা দেখানো হবে।
সাঁওতালি ভাষা সহ বিভিন্ন ভাষার সিনেমা প্রদর্শিত হবে এবারের উৎসবে। তার মধ্যে পল্লব রায় পরিচালিত সাঁওতালি ভাষার পূর্ণদৈর্ঘ্যের সিনেমা ‘আশা’ অন্যতম। আগামী ২৯ এপ্রিল সকাল ১১টা’তে নন্দন-২ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে এই সিনেমাটি। চলচ্চিত্র উৎসবের শুভ সূচনা পর্বেই বাংলা সিনেমার জগতে বিশেষ অবদান রেখে যাওয়া প্রয়াত কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, অভিষেক চট্টোপাধ্যায়, প্রয়াত সুরের রাণী লতা মঙ্গেশকর এবং বাপ্পি লাহিড়ীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও এদিন তিনি উদ্বোধনী মঞ্চ থেকে বাংলার সিনেমা চর্চা এবং পুরোনো দিনের সিনেমা সংরক্ষণ, সিনেমা নিয়ে মিউজিয়াম তৈরি, আরও স্টুডিও বানানোর কথা জানান। বারুইপুরে ১০ একর জমির উপর টেলি অ্যাকাডেমি করার কথা এবং বাংলা চলচ্চিত্র যে বিশ্বের শ্রেষ্ঠ চলচ্চিত্র সে কথাও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, ” ”বাংলায় কী নেই! বারুইপুরে ১০ একর জমির উপর টেলি অ্যাকাডেমি তৈরি করেছি…বাংলা চলচ্চিত্র বিশ্বের সেরা চলচ্চিত্র। পুরনো বাংলা ছবি সংরক্ষণ করা হচ্ছে। বাংলা চলচ্চিত্রের উন্নতিতে কাজ করছি। অনেকগুলি নতুন স্টুডিও তৈরি করেছি। সিনে মিউজিয়াম তৈরি হচ্ছে।” পরের বার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ফিল্ম দুনিয়াকেও আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: রাজ্য জুড়ে চলছে তাপপ্রবাহ, উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় ঘোষণা সংসদের
এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা। মঞ্চে উপস্থিত ছিলেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ, দেব, কোয়েল মল্লিক, শতাব্দী রায়, ইন্দ্রাণী হালদার, রঞ্জিত মল্লিক, নুসরত, শুভশ্রী, পাওলি দাম, রুক্মিণী মৈত্র, সায়ন্তিকা, রাজ চক্রবর্তী-সহ আরও অনেকে। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও জুন মালিয়া।
আরও পড়ুন: আনিস খান হত্যাকাণ্ডে রাজ্যের রিপোর্ট নিয়ে চাঞ্চল্যকর দাবি আইনজীবীর
এদিন অভিনেতা শত্রুঘ্ন সিনহা বলেন, ”মানিকদার ভক্ত ছিলাম, এখনও আছি। আমি মহান অভিনেতা কি না জানি না। যাঁরা বলেন একথা, তাঁদের প্রতি কৃতজ্ঞ…মৃণালদা একজন মহান পরিচালক। উৎপল দত্ত, পাহাড়ি সান্যালদের মতো সব দুর্দান্ত অভিনেতা এখানে ছিলেন। প্রসেনজিৎ খুব ভালো অভিনেতা।”