বাংলার খবর
এক মাস পিছিয়ে গেল কলকাতা আন্তর্জাতিক বইমেলা! ২৮ ফেব্রুয়ারি শুরু মেলা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রায় এক মাস পিছিয়ে গেল কলকাতা আন্তর্জাতিক বইমেলা। সল্টলেকের সেন্ট্রাল পার্কে এ বছরের বইমেলা শুরু হবে ২৮ ফেব্রুয়ারি থেকে। শুরু হওয়ার কথা ছিল ৩১ জানুয়ারি। করোনা ও পুর নির্বাচনের কারণে পিছিয়ে গেল বইমেলা।
মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই সোমবার সন্ধ্যায় এই সিদ্ধান্ত নিয়েছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। তবে কতদিন মেলা চলবে তা মঙ্গলবার গিল্ডের বৈঠকে ঠিক হবে। রাজ্যে জারি থাকা করোনার বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। কিন্তু মেলার ক্ষেত্রে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছিল। কিন্তু করোনার কারণে ২২ জানুয়ারি রাজ্যের ৪ পুর নিগমের ভোট পিছিয়ে ১২ ফেব্রুয়ারি করে দেওয়া হয়েছে।
তার মধ্যে বিধান নগর পুর নিগমও রয়েছে। ১৫ ফেব্রুয়ারি ভোটের গণনা রয়েছে। তাই ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিধান নগর জুড়ে নির্বাচনী আচরণবিধি বলবৎ থাকবে। এই পরিস্থিতিতে সল্টলেকে বইমেলা হলে নির্বাচনী বিধিভঙ্গের সম্ভাবনা তৈরি হতো। সেই কারণেই বইমেলা প্রায় একমাস পিছিয়ে দেওয়া হয়েছে বলে গিল্ড সূত্রে জানা গিয়েছে।