বাংলার খবর
এসএসসি গ্রুপ ‘ডি’ নিয়ে কড়া পদক্ষেপ কলকাতা হাইকোর্টের, ভুয়ো প্রার্থীদের নিয়োগ বাতিল!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এসএসসি গ্রুপ ‘ডি’ ভুয়ো নিয়োগ সংক্রান্ত মামলা অনেকদিন ধরেই খবরের শিরোনামে রয়েছে। ফলে এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে নজর ছিল চাকরি প্রার্থীদের। এবার এই মামলায় কড়া পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। এসএসসি গ্রুপ ‘ডি’তে ‘ভুয়ো’ নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট।
কার সুপারিশে গ্রুপ ‘ডি’তে নিয়োগ, এই নিয়ে টানাপোড়েনের মধ্যে নিয়োগ বাতিল করা হল। এই প্রথম চাকরি বাতিলের মতো নির্দেশ দিল আদালত। পাশাপাশি খরচ হওয়া সরকারের টাকা পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসি-র সুপারিশের ভিত্তিতে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে গ্রুপ ‘ডি’ পদে নিয়োগ করা হয়েছে। এই নিয়ে মামলার প্রেক্ষিতে এসএসসিকে তলব করা হয়।
তবে, এসএসসি হাইকোর্টে হলফনামা দিয়ে জানায়, নিয়োগের ক্ষেত্রে তারা কোনওরকম সুপারিশ করেনি। তবে এসএসসি সুপারিশ না করলে, কার সুপারিশে ভুয়ো নিয়োগ হল? এই নিয়ে প্রশ্ন ওঠে। তদন্তে সিট গঠন করে আদালত। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে চার সদস্যের টিম গড়া হয়। সমস্ত নথি বিচারবিভাগীয় অনুসন্ধান কমিটির কাছে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে এসএসসি-কে। ভুয়ো চাকরিপ্রাপককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছে হাইকোর্ট। ভুয়ো নিয়োগ সুপারিশ পত্রের উৎস জানাতেও নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।