বাংলার খবর
ফি বিতর্কে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল স্কুল, কপালে চিন্তার ভাঁজ পড়ুয়াদের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল GD Birla Academic For Education এর অধীন সমস্ত স্কুল। পরবর্তী নোটিশ ইস্যু না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। সম্প্রতি কলকাতা হাইকোর্ট রায় দেয়, যাদের ফি বাকি রয়েছে, তাদেরও স্কুলে প্রবেশ করতে দিতে হবে। অভিযোগ স্কুল কর্তৃপক্ষ আদালতের এই রায় মোতাবেক ফি বকেয়া থাকা পড়ুয়াদের স্কুলে ঢুকতে দিচ্ছিল না।
জানা গিয়েছে, ঘটনার প্রতিবাদে কয়েকদিন আগেই জিডি বিড়লা স্কুলের সামনে অভিভাবকরা বিক্ষোভ দেখান। সেই বিক্ষোভ পরিস্থিতিকে সামনে রেখে স্কুলের আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে, জিডি বিড়লা একাডেমি ফর এডুকেশন এর অধীনস্ত সমস্ত স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে স্কুলের বাইরে অভিভাবকদের বিক্ষোভের জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। সেই কারণে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল।
আরও পড়ুন: নারী সুরক্ষায় জোর, রাজ্যে ৪৫০০ মহিলা পুলিশ নিয়োগ
সূত্রের খবর, গত সোমবার জিডি বিড়লা স্কুলে ঢুকতে দেওয়া হয়নি একাধিক ছাত্রীকে। অন্তত ১০০ জন পড়ুয়াকে স্কুলে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। অভিভাবকদের দাবি, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে স্কুলের বকেয়া বেতন মেটানোর পরও প্রবেশ করতে দেওয়া হয়নি ছাত্রীদের। স্কুলের ধার্য করা বেতনই দিতে হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। স্কুলে প্রবেশ করতে গেলে কার্যত মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ জানান পড়ুয়ারা। যে সব অভিভাবকেরা স্কুলের ফি সংক্রান্ত বিষয় নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং হাইকোর্টের রায় অনুযায়ী ৫০ শতাংশ ফি জমা দিয়েছিলেন, সেই সব ছাত্রীদের স্কুলে ঢুকে দেওয়া হয়নি। এই ইস্যুতেই গত কয়েকদিন ধরে চলে এই বিক্ষোভ।
আরও পড়ুন: চৈত্রেই বৈশাখী স্বস্তি! ভূস্বর্গ থেকে ফিরেই মনোজিতের সঙ্গে মিউচুয়াল ডিভোর্স
এদিকে এই ফি নিয়ে বিতর্ক হাইকোর্টে ওঠার পর জিডি বিড়লা, অ্যাডামাস সহ একাধিক বেসরকারি স্কুলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যদিও ঘটনায় স্কুল কর্তৃপক্ষের দাবি কাউকে স্কুল থেকে বের করে দেওয়া হয়নি। ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।