বিনোদন
২৫ এপ্রিল শুরু কলকাতা চলচ্চিত্র উৎসব, ফেস্টিভ্যালের অন্যতম প্রধান আকর্ষণ সাঁওতালি ছবি ‘আশা’

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ১ মে অবধি। কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ পূর্তির ঠিক আগের দিনই শেষ হবে চলচ্চিত্র উৎসব। নজরুল মঞ্চে আয়োজিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। এবারের ফিল্ম ফেস্টিভ্যালের অন্যতম প্রধান আকর্ষণ সাঁওতালি ভাষার ছবি ‘আশা’।
আগামী ২৯ এপ্রিল সকাল ১১টায় নন্দন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ছবিটির প্রথম শো। কলকাতায় সদ্য মুক্তি পাওয়া এই ছবিটি ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে। পল্লব রায় পরিচালিত এই ছবিটির প্রযোজনা করেছেন কল্যাণী সলভেক্স প্রাইভেট লিমিটেডের কর্ণধার তথা বিশিষ্ট শিল্পপতি ও রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। ‘আশা’ চলচ্চিত্রটির প্রেক্ষাপট তৈরি হয়েছে বিশেষ ভাবে সক্ষম এক আদিবাসী তরুণীর অসম জীবন যুদ্ধের লড়াইকে নিয়ে। সমাজের চোখে সে মূল্যহীন এবং উপেক্ষিতা। হাজারও লাঞ্ছনা, গঞ্জনা সহ্য করলেও জীবনের যুদ্ধে হার মানেনি। হাজার প্রতিকূলতার মধ্যেও জীবনের সব রং সে ফুটিয়ে তুলেছে সাদা ক্যানভাসে। অন্ধকারের মধ্যে থেকেও জ্বেলেছে আলো।
‘শারীরিক অক্ষমতা আমাদের সমাজে অক্ষমতা নয়, মানসিক অক্ষমতাই প্রকৃত অক্ষমতা’- ছবিটির মাধ্যমে এই বার্তাই সমাজের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাঁওতালি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ডগর টুডু। শুধু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেই নয়, রাজ্যের গণ্ডি পেরিয়ে এই ছবি পাড়ি দিয়েছে রাজধানী দিল্লিতেও। ১২তম দাদাসাহেব ফালকে চলচ্চিত্র উৎসবেও দেখানো হবে ‘আশা’ ছবিটি। ব্যবসা, সমাজ সেবার পাশাপাশি বিধায়কের দায়িত্ব পালন- হাজার কর্ম ব্যস্ততার মধ্যেও সৃজনশীল সৃষ্টির প্রতি বরাবরই যত্নবান কৃষ্ণ কল্যাণী। সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক বইমেলায় তাঁর উদ্যোগেই প্রকাশিত হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা বই ‘অন্য মমতা’। মুখ্যমন্ত্রীর অজানা সমস্ত কাহিনী ‘অন্য মমতা’-এর দুই মলাটের মধ্যে ধরা পড়েছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণীজনদের লেখায় সমৃদ্ধ হয়েছে সেই বই। ইতিমধ্যেই ‘অন্য মমতা’ বইটি যথেষ্ট প্রশংসিত হয়েছে সর্বস্তরে।
আরও পড়ুন: কাশ্মীর ফাইলসের সাফল্যের পর বড় ঘোষণা, খুব শীঘ্রই মুক্তি বিবেক অগ্নিহোত্রীর পরবর্তী ছবি
এবার সেই কৃষ্ণ কল্যাণীর প্রযোজনায় নির্মিত ‘আশা’ চলচ্চিত্রটি জায়গা করে নিয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং দাদাসাহেব ফালকে চলচ্চিত্র উৎসবে। এতে স্বভাবতই উচ্ছ্বসিত রায়গঞ্জের বিধায়ক। তিনি বলেছেন, ‘বিশেষভাবে সক্ষম এক তরুণীর গল্প নিয়েই এই সিনেমাটি তৈরি করা হয়েছে। এই সিনেমায় দেখানো হয়েছে একজন শারীরিকভাবে প্রতিবন্ধী তরুণী কিভাবে তার প্রতিভা দিয়ে বিশ্ব বিখ্যাত হতে পারে। আগামী ২৯ এপ্রিল কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ছবিটি। যে সমস্ত জুরিরা এই ছবিটি দেখেছেন, তাঁরাই দিল্লিতে দাদাসাহেব ফালকে চলচ্চিত্র উৎসবের জন্য ছবিটিকে মনোনীত করেছেন। এটা পশ্চিমবঙ্গের জন্য খুবই গর্বের ব্যাপার। এই ছবিটি তৈরি করার সময় থেকেই আমরা আশাবাদী ছিলাম যে ছবিটি ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে স্থান পাবে। আজ সেটাই বাস্তব হয়েছে। আমরা সকলে সত্যিই খুব খুশি এবং উৎসাহিত। আশা করি চলচ্চিত্রটি সকলের কাছেই খুবই প্রশংসিত হবে এবং পুরস্কারও জিতবে।’
করোনার আতঙ্ক কাটিয়ে চলচ্চিত্র উৎসবে মেতে উঠতে প্রহর গুনছেন কলকাতা সহ গোটা রাজ্যের সিনেমাপ্রেমীরা। বাংলা নববর্ষের দ্বিতীয় দিনে শিশির মঞ্চে অনুষ্ঠিত হল ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলন। পূর্ব ঘোষণা অনুযায়ী, এবারের চলচ্চিত্র উৎসবের শুরুতেই দেখানো হবে সত্যজিৎ রায় পরিচালিত ‘অরণ্যের দিনরাত্রি’৷
এবারের উৎসবে ১০ জায়গায় প্রদর্শিত হবে মোট ১৬০ সিনেমা। সিনেমাগুলো দেখানো হবে নন্দন- ১, ২ ও ৩, নজরুল তীর্থ- ১ ও ২, রবীন্দ্র সদন, রবীন্দ্র ওকাকুরা ভবন, চলচ্চিত্র শতবর্ষ ভবন, কনফারেন্স হল, কলকাতা ইনফর্মেশন সেন্টার ও শিশির মঞ্চে। শনিবার সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, সুদেষ্ণা রায়, রাজ চক্রবর্তী, অরিন্দম শীল, হরনাথ চক্রবর্তী, অভিনেত্রী জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত হালদার-সহ আরও অনেকে ।
আরও পড়ুন: RanbirAlia Wedding: বিশেষ ‘ডুডল সাজে রালিয়া জুটির বিয়ে উদযাপন Amul-এর
প্রথমে ৭ জানুয়ারি থেকে এ বছরের কলকাতা চলচ্চিত্র উৎসব শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যে কোভিডের অস্বাভাবিক বাড়বাড়ন্তের ফলে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল চলচ্চিত্র উৎসব। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় অবশেষে শুরু হতে চলেছে বহু প্রতিক্ষীত ২৭তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল।