রাশিফল
জানেন কি হতে চলেছে আজ আপনার সাথে
সন্তান অস্ত্রের সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে। গাড়ি একটু সাবধানে চালান। অতিরিক্ত খরচের জন্য বাড়িতে অশান্তি সৃষ্টি হতে পারে। দূরের কোনো আত্মীয়র কাছ থেকে অশুভ সংবাদ আসতে পারে। পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়বে

বেঙ্গল এক্সপ্রেস: সিংহ রাশি: সন্তান অস্ত্রের সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে। গাড়ি একটু সাবধানে চালান। অতিরিক্ত খরচের জন্য বাড়িতে অশান্তি সৃষ্টি হতে পারে। দূরের কোনো আত্মীয়র কাছ থেকে অশুভ সংবাদ আসতে পারে। পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়বে। সাবধানে চলাফেরা করুন আঘাত লাগতে পারে। পরিবারের সকলের সাথে আপনার ভালোভাবে দিন কাটবে না। কোন কিছু করতে চাইলে পরিবারের সম্মতি পাবেন না।
সম্পর্ক: সিংহ রাশি স্বামী স্ত্রীর মধ্যে অভিমান বাড়তে পারে। গুরুজনদের সঙ্গে তর্কে জড়াবেন না এতে আপনার পরিবারে অশান্তি আরও বাড়বে। কোন এক আত্মীয়ের কাছ থেকে দুঃসংবাদ পেতে পারেন। প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি শুভ নয়। এটিও ব্যক্তির কারণে সম্পর্ক নষ্ট হতে পারে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে।
আরো পড়ুন“বিমানের জানালা খুলুন গুটখার পিক ফেলব” যাত্রীর আবদারে হতবাক বিমান সেবিকা
পেশা: সিংহ রাশি ব্যবসার ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালোই চলবে তবে আপনার অবহেলার কারণে আপনার হাতে আসা অনেক কাজ আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। চাকরির ক্ষেত্রে কাজের চাপ বাড়বে, ব্যয়ের চেয়ে আয়ের পরিমাণ খুবই কম হবে।
শুভদিক: সিংহ রাশির শুভ দিক হলো পূর্ব ও অগ্নিকোণ।
শুভ সংখ্যা: সিংহ রাশির শুভ সংখ্যা হল ৫৬ ও ৬৩।
শুভ রং : সিংহ রাশির শুভ রং হলো সাদা ও কমলা।
শুভ রত্ন: সিংহ রাশি শুভ রত্ন হলো মুনস্টন ও চুনি।